হালদা নদীর সংযোগ খালের স্লুইস গেইট-সড়ক বিলীন দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৮:০৭ অপরাহ্ণ, মে ১০, ২০২২ নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামের হালদা নদীর সংযোগ চেংখালী খালের স্লুইস গেইট জোয়ারের তোড়ে নদীগর্ভে বিলীন হয়ে গেছে। এতে হাটহাজারী ও রাউজান উপজেলার অংকুরীঘোনা-গড়দুয়ারা হালদা নদীর বেড়িবাঁধ কাম সড়কে চলাচল বন্ধ হয়ে গেছে। ফলে এই সড়ক পথে চলাচলকারী লোকজনের দুর্ভোগ চরম আকার ধারণ করেছে। স্লুইস গেইট বিলীন হয়ে যাওয়ায় পশ্চিম গড়দুয়ারা ও পূর্ব মেখল এলাকার বিপুল পরিমাণ কৃষি জমিতে ফসল উৎপাদন নিয়ে কৃষকেরা শংকার মধ্যে দিন কাটাচ্ছে। জানা গেছে, উপজেলার গড়দুয়ারা ইউনিয়নে হালদা নদীর বেড়িবাঁধ কাম চলাচলের সড়কের ওপর নির্মিত স্লুইস গেইট জোয়ারের তোড়ে নদীগর্ভে বিলীন হয়ে গেছে। বর্ষা মৌসুমে প্রবল বর্ষণের ফলে সৃষ্ট পাহাড়ি ঢলের পানি চেংখালী খালের মধ্যে ঢুকে যাতে বন্যা সৃষ্টি হতে না পারে এবং শুস্ক মৌসুমে হালদা নদীর জোয়ারের পানি খালের ভিতর নিয়ে ইরি, বোরো ও মৌসুমী শস্যের চাষাবাদ করতে পারে, সেজন্য চেংখালী খালে পানি উন্নয়ন বোর্ড একটি স্লুইস গেইট নির্মাণ করে। বছরখানেক আগে এই স্লুইস গেইটের পাশে একটি গর্তের সৃষ্টি হয়। এই গর্ত ক্রমে বড় হয়ে স্লুইস গেইটটি সম্প্রতি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। এতে হাটহাজারী ও রাউজান উপজেলার লোকজন যারা এ সড়কটি ব্যবহার করত, তাদের দুর্ভোগ চরম আকার ধারণ করেছে। তা ছাড়া বিলীন হয়ে যাওয়া এই স্লুইস গেইট দিয়ে জোয়ারের পানি খালের ভিতরে ঢুকে পশ্চিম গড়দুয়ারা ও পূর্ব মেখল এলাকার বিপুল পরিমাণ কৃষি জমির ফসল নষ্ট হওয়ার উপক্রম হয়ে পড়েছে। এ ছাড়াও মৌসুমী শস্য জোয়ারের পানিতে একেবারে নষ্ট হয়ে গেছে। স্লুইস গেইট ধসে যাওয়ায় যাতায়াতের অভাবে ওই সব জমিতে আর চাষাবাদ করা যাবে না। ফলে অনেক ফসলি জমি অনাবাদি থেকে যাবে। এতে কৃষি উৎপাদন ব্যাহত হবে। কৃষক মো. ইয়াকুব ও আব্দুল কাদের বলেন, ক্ষতিগ্রস্ত সড়কের পশ্চিমাংশে তাদের কৃষিজমি রয়েছে। স্লুইস গেইট ধসে পড়ায় তাদের জমির সব ফসল জোয়ারের পানিতে নষ্ট হয়ে গেছে। এতে তারা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। তারা আরো বলেন, স্লুইসগেট কিংবা সড়কটি দুদিনে ক্ষতিগ্রস্ত হয়নি। মাসখানেক আগে থেকেই ছোট ছোট ফাটল দেখা গেছে। পানি উন্নয়ন বোর্ডের অফিসারসহ অনেকে এসে পরিদর্শন করে ক্যামরায় ছবি তুলে সংস্কারের আশ্বাস দিয়ে গেছেন। কিন্তু সংস্কারের কোনো উদ্যোগ নেননি। যার ফলে আজকের এ দৃশ্য। শুরুতেই যদি সংস্কারের উদ্যোগ নেওয়া হত তাহলে এত বড় ক্ষতি হতো না। এ সড়ক ভেঙে যাওয়ায় জোয়ারের পানির কারণে গেট সংলগ্ন একটি নূরানী মাদরাসার পাঠ বন্ধ হয়ে যেতে পারে । যেখানে প্রায় ২/৩ শ শিক্ষার্থী রয়েছে। জোয়ারের পানিতে প্লাবিত হবে মেখল ইউনিয়নের নিম্নাঞ্চল। তারা স্লুইসগেটসহ সড়কটি দ্রুত সংস্কারে প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডের হস্তক্ষেপ কামনা করেন। পানি উন্নয়ন বোর্ডের সেকশন অফিসার মো. শহীন বাদশা ও শৈমন সিং জানান, হালদা নদীর চেংখালী খালের স্লুইস গেইট নদীগর্ভে বিলীন হয়ে যাওয়ার বিষয় পাউবোর দুই কর্মকর্তা স্বীকার করেন। ধসে পড়া স্লুইসগেটটি তুলে নেওয়া হবে। এ ছাড়া স্লুইসগেটসহবেড়িবাঁধটি দ্রুত সংস্কারের জন্য পরির্দশন করে সার্ভে করা হয়েছে। সার্ভে রির্পোটি মন্ত্রণালয়ে প্রেরণ করা হয়েছে। আশা করি চলতি বর্ষার পর স্লুইসগেট ও বেড়িবাঁধটি সংস্কারের কাজ করা হবে। হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শাহিদুল আলম বলেন, স্লুইস গেইট ও সড়কটি ধসে পড়ার বিষয়টি নিয়ে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের সাথে কথা হয়েছে। জনদূর্ভোগ লাঘবে দ্রুত সংস্কার অনুরোধ জানানো হয়েছে। তারা দ্রুত সংস্কার শুরু করার আশ্বস্ত করেছেন। Share this:FacebookX Related posts: কুমিল্লা থেকে ৩৮২ পিস গ্যাস সিলিন্ডারসহ চুরি যাওয়া ট্রাক গৌরীপুরে উদ্ধার পটিয়া আলম প্লাজা ব্যাবসায়ী সমিতির নির্বাচনে সভাপতি আজগর,সম্পাদক নুরুল লক্ষ্মীপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় সৌদি প্রবাসীর মৃত্যু সরাইলের এএসপিও প্রত্যাহার রাঙ্গামাটিতে ৬’শ জনের মাঝে ভাতা প্রদান লক্ষ্মীপুরে মেয়ে হত্যা মামলায় কারাবন্দি বাবার মৃত্যু নদীর মোহনা থেকে অজ্ঞাত বৃদ্ধের লাশ উদ্ধার বান্দরবানে দুই গ্রুপের গোলাগুলিতে নিহত ৬ রাঙ্গামাটি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শ্রমিকের মৃত্যু বান্দরবানে নিরক্ষর ব্যক্তিদের অক্ষরজ্ঞান প্রশিক্ষণ কর্মসুচি অনুষ্ঠিত হাতিয়ায় ইটভাঁটাকে ৫০ হাজার টাকা জরিমানা ফরিদগঞ্জে পুলিশ সোর্সকে মারধরের অভিযোগে এসআই ক্লোজড SHARES Matched Content চট্টগ্রাম বিভাগ বিষয়: সড়ক বিলীনসংযোগ খালেরস্লুইস গেইটহালদা নদীর