লক্ষ্মীপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় সৌদি প্রবাসীর মৃত্যু

প্রকাশিত: ১১:৪৫ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ৪, ২০২০

নিজস্ব প্রতিবেদক : লক্ষ্মীপুরের রায়পুরে উপজেলার মহাদেবপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় এক সৌদিআরব প্রবাসীর মৃত্যু হয়েছে।

সোমবার রাতের এ দুর্ঘটনায় নিহত মো. সোহেল (৩০) সদর উপজেলার দালাল বাজার ইউনিয়নের খিদিরপুর গ্রামের নূর নবীর ছেলে। দু মাস আগে ছুটিতে বাড়ি আসেন তিনি।

স্থানীয়দের বরাত দিয়ে রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোতা মিয়া জানান, রাত ৯টার দিকে দুই আরোহীসহ সোহেল মোটরসাইকেলযোগে লক্ষ্মীপুর থেকে রায়পুর যাচ্ছিলেন। পথে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষে দুই আরোহীসহ সোহলে গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে সদর হাসপাতালে নিলে চিকিৎসক সোহেলকে মৃত ঘোষণা করেন বলেও জানান তিনি।