হালুয়াঘাটে আপনার ওসি আপনার দোরগোড়ায়

প্রকাশিত: ৯:৫৬ অপরাহ্ণ, জানুয়ারি ১০, ২০২০
????????????????????????????????????

জোটন চন্দ্র ঘোষ, হালুয়াঘাট : ময়মনসিংহের হালুয়াঘাটে “মুজিববষের্র অঙ্গীকার, পুলিশ হবে জনতার” এ প্রতিপাদ্যকে সামনে রেখে শুক্রবার বিকালে আপনার আস্থা ও নির্ভরতার প্রতীক হালুয়াঘাট থানা পুলিশের আয়োজনে পৌরশহরের শহীদ মিনার চত্বরে জাতির জনক বঙ্গবন্ধু’র জন্মশত বার্ষিকীতে মুজিববর্ষের ক্ষণগণনা উপলক্ষ্যে জনগণের কাছে পুলিশি সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে আপনার ওসি আপনার দোরগোড়ায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন, হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিপ্লব কুমার বিশ্বাস, উপ-পুলিশ পরির্দশক মনোয়ার হোসেন,জ্যোতিষ চন্দ্র দেব, আজম খান,জাকির হোসেন প্রমুখ। এ ছাড়াও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গসহ থানা পুলিশের অফিসারগণ আপনার ওসি আপনার দোরগোড়ায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

এ সময় ওসি বিপ্লব কুমার বিশ্বাস বলেন, জাতির জনক বঙ্গবন্ধু’র জন্মশত বার্ষিকীতে বাংলাদেশ পুলিশের উদ্যোগে আজ থেকে সারাদেশে পুলিশের সেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার লক্ষ্যে “মুজিববষের্র অঙ্গীকার, পুলিশ হবে জনতার” এ প্রতিপাদ্যকে সামনে রেখে থানা ভবনের বাহিরে উপজেলার বিভিন্ন স্থানে আপনার ওসি আপনার দোরগোড়ায় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। যে সমস্ত বিষয়ে তাৎক্ষণিক সমাধান করা যায় সে সমস্ত বিষয়ে সমাধান করা হচ্ছে। পাশাপাশি জটিল বিষয় গুলির জন্য আইনগত পরামর্শ প্রদান করা হয়।

পর্যায়ক্রমে উপজেলার বিভিন্নস্থানে বাল্য বিবাহ,জুয়া,ইভটিজিং,মাদক ব্যবসায়ী,নারী নির্যাতনকারী,সমাজ বিরোধী কার্যক্রমে জড়িত ব্যক্তিদের অপরাধ নির্মূল করতে আপনার ওসি আপনার দোরগোড়ায় অনুষ্ঠান পালিত হবে।