হালুয়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসারসহ করোনায় আক্রান্ত-২

প্রকাশিত: ৩:৩৩ অপরাহ্ণ, এপ্রিল ২০, ২০২০

জোটন চন্দ্র ঘোষ, হালুয়াঘাট : ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক মেডিকেল অফিসারসহ দুইজন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। গতকাল রবিবার রাত ৯টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক জন মেডিকেল অফিসার করোনায় আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মুনির আহমেদ ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রেজাউল করিম। এর পূর্বে গত ১৬ এপ্রিল উপজেলার নড়াইল ইউনিয়নের গোপীনগর গ্রামের এক যুবক করোনা ভাইরাসে আক্রান্ত হয়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মুনির আহমেদ বলেন, গত ১৬ এপ্রিল অত্র উপজেলায় এক জন যুবক প্রথম করোনায় আক্রান্ত হয় এবং গতকাল রবিবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর একজন মেডিকেল অফিসার আক্রান্ত হয়েছেন। এ নিয়ে অত্র উপজেলায় ২ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়। এ পর্যন্ত ২৬ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজের মাইক্রোবায়োলজি বিভাগের পিসিআর ল্যাবে পাঠানো হয়। তার মধ্যে স্বাস্থ্য কমপ্লেক্সের একজন মহিলা মেডিকেল অফিসারসহ দুই জনের করোনা ভাইরাস সনাক্ত হয়। আজ (২০ এপ্রিল) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর ৪ জন ডাক্তার ও ৩ জন সাধারণ রোগীসহ ৭ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজের পিসিআর ল্যাবে পাঠানো হয়েছে।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মুনির আহমেদ আরও বলেন, আক্রান্ত মেডিকেল অফিসার করোনা পজেটিভ আসলেও তিনি সুস্থ আছেন। আমরা তাকে হোম কোয়ারান্টিনে রেখেছি। এছাড়াও করোনায় আক্রান্ত যুবক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছে। করোনা টেষ্টে পজেটিভ আসলেও উভয়ে সুস্থ আছেন বলে তিনি জানান।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রেজাউল করিম বলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর সকল চিকিৎসকের নমুনা সংগ্রহ করে পরিক্ষার জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজের পিসিআর ল্যাবে পাঠানো হবে। রিপোর্ট না আসা পর্যন্ত হাসপাতালের জরুরী বিভাগ ব্যাতীত সকল কার্যক্রম বন্ধ রাখা হয়েছে। মরণঘাতী করোনা ভাইরাস থেকে মুক্ত থাকতে সকলকে সামাজিক দুরুত্ব নিশ্চিত করতে আহবান জানান তিনি।