হালুয়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসারসহ করোনায় আক্রান্ত-২ দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৩:৩৩ অপরাহ্ণ, এপ্রিল ২০, ২০২০ জোটন চন্দ্র ঘোষ, হালুয়াঘাট : ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক মেডিকেল অফিসারসহ দুইজন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। গতকাল রবিবার রাত ৯টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক জন মেডিকেল অফিসার করোনায় আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মুনির আহমেদ ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রেজাউল করিম। এর পূর্বে গত ১৬ এপ্রিল উপজেলার নড়াইল ইউনিয়নের গোপীনগর গ্রামের এক যুবক করোনা ভাইরাসে আক্রান্ত হয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মুনির আহমেদ বলেন, গত ১৬ এপ্রিল অত্র উপজেলায় এক জন যুবক প্রথম করোনায় আক্রান্ত হয় এবং গতকাল রবিবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর একজন মেডিকেল অফিসার আক্রান্ত হয়েছেন। এ নিয়ে অত্র উপজেলায় ২ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়। এ পর্যন্ত ২৬ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজের মাইক্রোবায়োলজি বিভাগের পিসিআর ল্যাবে পাঠানো হয়। তার মধ্যে স্বাস্থ্য কমপ্লেক্সের একজন মহিলা মেডিকেল অফিসারসহ দুই জনের করোনা ভাইরাস সনাক্ত হয়। আজ (২০ এপ্রিল) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর ৪ জন ডাক্তার ও ৩ জন সাধারণ রোগীসহ ৭ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজের পিসিআর ল্যাবে পাঠানো হয়েছে। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মুনির আহমেদ আরও বলেন, আক্রান্ত মেডিকেল অফিসার করোনা পজেটিভ আসলেও তিনি সুস্থ আছেন। আমরা তাকে হোম কোয়ারান্টিনে রেখেছি। এছাড়াও করোনায় আক্রান্ত যুবক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছে। করোনা টেষ্টে পজেটিভ আসলেও উভয়ে সুস্থ আছেন বলে তিনি জানান। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রেজাউল করিম বলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর সকল চিকিৎসকের নমুনা সংগ্রহ করে পরিক্ষার জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজের পিসিআর ল্যাবে পাঠানো হবে। রিপোর্ট না আসা পর্যন্ত হাসপাতালের জরুরী বিভাগ ব্যাতীত সকল কার্যক্রম বন্ধ রাখা হয়েছে। মরণঘাতী করোনা ভাইরাস থেকে মুক্ত থাকতে সকলকে সামাজিক দুরুত্ব নিশ্চিত করতে আহবান জানান তিনি। Share this:FacebookX Related posts: ধোবাউড়ায় সমস্যায় জর্জরিত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হালুয়াঘাটে মা ও শিশু স্বাস্থ্য সেবায় সকলের আস্থা জয়রামকুড়া হাসপাতাল হালুয়াঘাট স্বাস্থ্য কমপ্লেক্সের আরও এক মেডিকেল অফিসার করোনায় আক্রান্ত হালুয়াঘাটে শাহ্জালাল ইসলামী ব্যাংকের উদ্যোগে কম্বল বিতরণ হালুয়াঘাটে নবজাতকের লাশ উদ্ধার হালুয়াঘাটে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৪তম জন্মদিন উপলক্ষে শীত বস্ত্র বিতরণ হালুয়াঘাটে রাবার ড্যাম স্থাপনে কৃষকের মূখে হাসির ঝিলিক হালুয়াঘাটে উন্মুক্ত পদ্ধতিতে ভাতাভোগী বাছাই কার্যক্রমের শুভ উদ্বোধন ধোবাউড়া স্বাস্থ্য কমপ্লেক্স: পোস্টিং আছে ডাক্তার নেই! হালুয়াঘাট থানায় ওসি মোহাম্মদ আলী মাহ্ মুদ’র যোগদান হালুয়াঘাট পূজা উদযাপন পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি প্রশান্ত কুমার সাহা’র পরলোক গমন করোনায় সিনিয়র জেল সুপারের মৃত্যু SHARES Matched Content দেশের খবর বিষয়: আক্রান্ত-২উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকরোনায়মেডিকেল অফিসারসহহালুয়াঘাট