করোনায় টানা ১৭ দিন মৃত্যুহীন, শনাক্ত ১০ দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৬:৫৯ অপরাহ্ণ, মে ৭, ২০২২ অনলাইন ডেস্ক : গত ২৪ ঘণ্টায় সারা দেশে ১০ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ৫২ হাজার ৭৭৬ জনে। শনাক্তের হার শূন্য দশমিক ৩৮ শতাংশ। তবে এই সময়র দেশে করোনাভাইরাসে কারো মৃত্যু হয়নি। ফলে মোট মারা যাওয়ার সংখ্যা ২৯ হাজার ১২৭ জন অপরিবর্তিত থাকল। শনিবার (৭ মে) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ২১৭ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৮ লাখ ৯৭ হাজার ২৬৩ জন। ২৪ ঘণ্টায় ২ হাজার ৬৩৯টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ২ হাজার ৬৫৬টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার শূন্য দশমিক ৩৮ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৯৪ শতাংশ। উল্লেখ্য, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনা শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। দেশে করোনার ওমিক্রন ধরন শনাক্ত হয় গত বছরের ১১ ডিসেম্বর। Share this:FacebookX Related posts: করোনায় পিছিয়ে যেতে পারে এইচএসসি পরীক্ষা করোনায় বিপাকে পড়েছেন নিম্ন আয়ের মানুষ দেশে করোনায় নতুন মৃত্যু ২১, শনাক্ত ১১৬৬ করোনায় মৃত্যুর মিছিলে আরও ৪৫ জন দেশে করোনায় মৃত্যুর সংখ্যা বেড়ে ২৮৭৪ করোনায় শনাক্তের হার ২০ দশমিক ১৭ শতাংশ করোনায় সোয়া ১২ লাখ নমুনা পরীক্ষা করোনায় সুস্থতার সংখ্যা ছাড়ালো দেড় লাখ করোনায় একদিনে আড়াই হাজারের বেশি সুস্থ করোনায় আরও ১৬ জনের মৃত্যু করোনায় প্রাণ হারালেন ৯০ পুলিশ সদস্য করোনায় শনাক্তের হার বেড়েছে, মৃত্যু ৫৪ SHARES Matched Content জাতীয় বিষয়: করোনায়টানা ১৭ দিনমৃত্যুহীনশনাক্ত ১০