সোনারগাঁওয়ে স্বাস্থ্য পরিদর্শকের করোনার মৃত্যু

প্রকাশিত: ১২:২০ অপরাহ্ণ, জানুয়ারি ১৬, ২০২১

নিজস্ব প্রতিবেদক : নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য পরিদর্শক মো. মহিউদ্দিন প্রধান (৪৯) করোনায় আক্রান্ত হয়েছে মারা গেছেন। ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহি রাজিউন…

শনিবার সকালে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। গত কয়েকদিন ধরে তিনি করোনায় আক্রান্ত হয়ে আইসিওতে ছিলেন। পরে তিনি শনিবার সকালে মারা যান। মৃত্যুকালে তিনি দুই ভাই, স্ত্রী, ১ ছেলে, ১ মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

মহিউদ্দিন প্রধান নিজে করোনা যোদ্ধা ছিলেন। একজন সম্মুখ করোনা যোদ্ধা হিসেবে মানুষের সেবা করেছেন।

তার মৃত্যুতে নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা, সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইউএসও পলাশ কুমার সাহা, সরকারি কর্মচারী কল্যাণ পরিষদের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।