মরুর দেশ আরব আমিরাতে বঙ্গবন্ধু কাপ কাবাডি

প্রকাশিত: ৮:৫৫ অপরাহ্ণ, মে ৫, ২০২২

স্পোর্টস ডেস্ক : মরুর দেশ সংযুক্ত আরব আমিরাতে প্রথমবারের মতো বাংলাদেশের জাতীয় খেলা কাবাডি অনুষ্ঠিত হয়েছে। বঙ্গবন্ধু কাপ কাবাডি নামে এই প্রতিযোগিতার উদ্যোক্তা ছিল দেশটির আজমানে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল দুবাইয়ের ‘দুয়ারে কনস্যুলেট’। বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সহযোগিতায় খেলায় অংশ নেয় প্রবাসী বাংলাদেশিদের নিয়ে গড়া ৪টি দল।

খেলা শুরুর আগে বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল বিএম জামাল হোসেন এবং বাংলাদেশ কাবাডি ফেডারেশনের যুগ্ম সম্পাদক এসএম নেওয়াজ সোহাগ খেলোয়াড় ও বাংলাদেশি দর্শকদের উদ্দেশ্যে শুভেচ্ছা বক্তব্য রাখেন।

এ সময় কনস্যুলেট জেনারেল দুবাইয়ের কর্মকর্তা, কমিউনিটি নেতৃবৃন্দ, সাংবাদিক ও প্রবাসীরা খেলা উপভোগ করেন। ফাইনালে আবুধাবিকে ৮-৭ পয়েন্টে হারিয়ে চ্যাম্পিয়ন হয় দুবাই।

কনসাল জেনারেল বিএম জামাল হোসেন বলেন, ‘কাবাডি খেলার ঐতিহ্য রক্ষা ও প্রবাসে এর প্রসার ও প্রচারের লক্ষ্যে বাংলাদেশ কনস্যুলেট দুবাইয়ের এই উদ্যোগ অব্যাহত থাকবে।’

বাংলাদেশ কাবাডি ফেডারেশনের যুগ্ম সম্পাদক এসএম নেওয়াজ সোহাগ বলেছেন, ‘বাংলাদেশে এখনও কাবাডি জনপ্রিয়। এ জনপ্রিয়তা দেশ-বিদেশে ছড়িয়ে দিতে কাবাডি ফেডারেশন নতুন নতুন কর্মসূচি হাতে নিয়েছে। এর ধারাবাহিকতায় শিগগিরই আমিরাতে একটি বড় টুর্নামেন্ট করার পরিকল্পনা করা হয়েছে। সেই পরিকল্পনার অংশ হিসেবে প্রাথমিকভাবে আজকের এই আয়োজন।’

আবুধাবি, দুবাই, শারজাহ ও আজমান-এই চার দল খেলায় অংশ নেয়৷ প্রথম রাউন্ডে আবুধাবি ২২-১৩ পয়েন্টে আজমানকে পরাজিত করে। দুবাই ১৪-৭ পয়েন্টে হারায় শারজাহকে৷