১৬ মে আত্মসমর্পণ করবেন হাজী সেলিম

প্রকাশিত: ৮:২৪ অপরাহ্ণ, মে ৫, ২০২২

অনলাইন ডেস্ক : দুর্নীতির মামলায় ১০ বছরের দণ্ডপ্রাপ্ত ঢাকা-৭ আসনের সরকারদলীয় সংসদ সদস্য হাজী মোহাম্মদ সেলিম আগামী ১৬ মে আদালতে আত্মসমর্পণ করবেন বলে জানিয়েছেন তার আইনজীবী সাঈদ আহমেদ রাজা।

বৃহস্পতিবার (৫ মে) বিকেলে সাংবাদিকদের এই তথ্য জানান তিনি।

তিনি বলেন, আশা করছি আগামী ১৬ মে বা তার কাছাকাছি সময়ে হাজী সেলিম আত্মসমর্পণ করবেন। সেই সঙ্গে হাইকোর্টের রায়ের বিপরীতে আপিল করা হতে পারে।

ব্যাংককে চিকিৎসা শেষে দেশে ফিরেছেন ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হাজী মোহাম্মদ সেলিম। বৃহস্পতিবার দুপুর সোয়া ১২টার দিকে ঢাকায় পৌঁছান তিনি। আগামী ২৫ মের মধ্যে তার নিম্ন আদালতে আত্মসমর্পণ করার বাধ্যবাধকতা রয়েছে।

মহিউদ্দিন মাহমুদ বলেন, স্যার আজ দুপুর সোয়া ১২টার দিকে ঢাকায় ফিরেছেন। চিকিৎসকের পূর্বনির্ধারিত তারিখ অনুযায়ী গত ৩০ এপ্রিল ব্যাংককে গিয়েছিলেন তিনি। সেখানে ফলোআপ চেকআপ করা হয়েছে। এখন তার অবস্থা আগের চেয়ে অনেকটাই ভালো।

মহিউদ্দিন মাহমুদ আরও বলেন, দেশে ফিরে হাজি সেলিম লালবাগে ২৮ নম্বর ওয়ার্ডে তার নির্বাচনী এলাকার বাসিন্দা শাহানা বেগমের জানাজায় অংশ নেন। বেলা দেড়টার দিকে লালবাগের তালগাছা শাহী জামে মসজিদে ওই জানাজা অনুষ্ঠিত হয়।

হাজি সেলিম গত শনিবার বিকেলে কঠোর গোপনীয়তার মধ্য দিয়ে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে থাইল্যান্ডের ব্যাংককে যান।

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের দায়ে হাজি সেলিমের ১০ বছর সাজা বহাল রেখে হাইকোর্টের দেওয়া পূর্ণাঙ্গ রায় গত ১০ ফেব্রুয়ারি প্রকাশিত হয়। রায়ের অনুলিপি পাওয়ার ৩০ দিনের মধ্যে হাজি সেলিমকে ঢাকার বিশেষ জজ আদালত-৭-এ আত্মসমর্পণ করতে নির্দেশ দেন হাইকোর্ট। এই সময়সীমার মধ্যেই আওয়ামী লীগের এই সাংসদ দেশ ছেড়েছিলেন।