বিএনপি সংলাপে আসলে তাদের জন্য ভালো হবে: আইনমন্ত্রী দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ১০:৪৯ অপরাহ্ণ, জানুয়ারি ২, ২০২২ অনলাইন ডেস্ক : নির্বাচন কমিশন গঠন নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে চলমান সংলাপ শেষে রাষ্ট্রপতি কী পদক্ষেপ নেন, তা দেখার জন্য অপেক্ষা করতে বলেছেন আইনমন্ত্রী আনিসুল হক। রাজনৈতিক দলগুলোর সঙ্গে রাষ্ট্রপতির সংলাপ ব্যর্থ নাকি সফল তা দেখতে সবাইকে অপেক্ষা করারও পরামর্শ দেন তিনি। রোববার সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন। দেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল বিএনপি সংলাপে যাচ্ছে না- এ বিষয়ে আইনমন্ত্রী বলেন, আমি বিএনপির উদ্দেশ্যে এই কথাই বলতে চাই, দেখেন দেশ হচ্ছে সবার ঊর্ধ্বে। দেশের স্বার্থে আপনারা যদি এই সংলাপে আসেন, সেটা আপনাদের জন্য ভালো হবে, সবার জন্য ভালো হবে। সেটা যদি না করেন, তবে তা ওনাদের (বিএনপির) সিদ্ধান্ত। নির্বাচন কমিশন গঠন নিয়ে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা আকবর আলি খানের বক্তব্যের জবাবে আইনমন্ত্রী বলেন, এ ব্যাপারে দুটো কথা বলব। একটা হচ্ছে যে বাংলাদেশে বাক্স্বাধীনতা আছে। বাংলাদেশের যেকোনো নাগরিক তাঁর অভিমত ব্যক্ত করতে পারেন। আমার মনে হয় তিনি অভিমত ব্যক্ত করেছেন। তিনি এটা করতেই পারেন। আর আমি আপনাদের বলব এই সংলাপ ব্যর্থ হচ্ছে, না সফল হচ্ছে, এই সংলাপ শেষ হওয়ার পর মহামান্য রাষ্ট্রপতি কী পদক্ষেপ নেন, সেটা দেখার পর আপনারা বুঝবেন। সেই পর্যন্ত আপনাদের অপেক্ষা করতে হবে। মন্ত্রী বলেন, আমি আপনাদের বলবো এ সংলাপ ব্যর্থ হচ্ছে নাকি সফল হচ্ছে, তা সংলাপ শেষ হওয়ার পর রাষ্ট্রপতি কী পদক্ষেপ নেন সেটা দেখার পর আপনারা বুঝবেন। সেই পর্যন্ত আপনাদের অপেক্ষা করতে হবে। Share this:FacebookX Related posts: সরকার নারী নির্যাতনের ঘটনাকে বিচারহীন অবস্থায় রেখে দিতে চায় না: আইনমন্ত্রী মাজেদের ফাঁসি দেশের জন্য স্বস্তির : আইনমন্ত্রী শাহেদ-মাসুদ ১০ দিনের রিমান্ডে ফের ২ দিনের রিমান্ডে সাবরিনা ইনকিলাব সম্পাদকসহ ২ জনের বিরুদ্ধে শাজাহান খানের মামলা রিফাত হত্যার রায় আইনের শাসন প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে : আইনমন্ত্রী ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড করার বিষয়টি বিবেচনা করছে সরকার : আইনমন্ত্রী ধর্ষণ মামলায় দেশে প্রথম মৃত্যুদণ্ডের রায় আ.লীগের ২ নেতার বিরুদ্ধে মেয়র আইভির মামলা বাবুনগরীর বিরুদ্ধে দুই মামলা বসুন্ধরা গ্রুপের এমডি আনভীরের আগাম জামিন আবেদন ষড়যন্ত্র করে দেশের ভাবমূর্তি নষ্টের চেষ্টা হয়েছিল: আইনমন্ত্রী SHARES Matched Content আইন আদালত বিষয়: আইনমন্ত্রীতাদের জন্য ভালো হবেবিএনপিসংলাপে আসলে