জয়পুরহাটে গম চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ

প্রকাশিত: ১০:৪৫ অপরাহ্ণ, জানুয়ারি ৫, ২০২২

অনলাইন ডেস্ক : কৃষি উৎপাদনে উদ্বৃত্ত জেলা জয়পুরহাটে ২০২১-২০২২ অর্থবছরে দুই হাজার ৩৫০ হেক্টর জমিতে গম চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে স্থানীয় কৃষি বিভাগ।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্র জানায়, বর্তমান কৃষিবান্ধব সরকার কৃষি বিভাগের উন্নয়নে ব্যাপক কর্মসূচি গ্রহণ করায় ফসল উৎপাদনে কৃষকের আগ্রহ বৃদ্ধি পাচ্ছে। জেলায় চলতি ২০২১-২২ রবি মৌসুমে দুই হাজার ৩৫০ হেক্টর জমিতে গম চাষের লক্ষ্যমাত্রা ধার্য করা হয়েছে। এতে উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে সাত হাজার ৪১৫ মেট্রিক টন গম।

মাটির গুণাগুণে জয়পুরহাটের মাটি বেলে দো’ আশ হওয়ায় গম চাষের জন্য উপযোগী। ফলে কৃষকদের মাঝে গম চাষে আগ্রহও দিন দিন বৃদ্ধি পাচ্ছে বলে জানান জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ মো. শফিকুল ইসলাম।