কৃষিপণ্য পরিবহনে ‘কৃষক বন্ধু ডাক সেবা’ চালু দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৫:৪৪ অপরাহ্ণ, মে ৯, ২০২০ অনলাইন ডেস্ক : করোনা সংক্রমণের মধ্যে লকডাউনে প্রান্তিক কৃষকদের উৎপাদিত কৃষিপণ্য রাজধানীর পাইকারি বাজারে বিনা মাশুলে পৌঁছে দিতে ‘কৃষক বন্ধু ডাক সেবা’ নামে একটি সার্ভিস চালু করেছে ডাক অধিদফতর। প্রাথমিকভাবে মানিকগঞ্জের কৃষকদের উৎপাদিত শাকসবজি বিনা মাশুলে পরিবহনের মধ্য দিয়ে এ সেবাটি চালু করা হয়। শনিবার (৯ মে) সকালে ঢাকার বেইলী রোডে সরকারি বাসভবন থেকে ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার ভিডিও কনফারেন্সের মাধ্যমে মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার ঝিটকা বাজারে কৃষক বন্ধু ডাক সেবার উদ্বোধন করেন। ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। মন্ত্রী অনলাইন বক্তব্যে জানান, এ সেবার আওতায় ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে কৃষক ঘরে বসেই তার বিক্রয়লব্ধ পণ্যের টাকা পেয়ে যাবেন। ফলে কোনো মধ্যস্বত্বভোগী ছাড়াই কৃষক তার উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য পাবেন। দেশব্যাপী ডাক পরিবহনে ব্যবহৃত রাজধানী ফেরত ডাক অধিদফতরের গাড়িগুলো কৃষকের উৎপাদিত পণ্য পরিবহনে ব্যবহার করা হবে। এতে সরকারের অতিরিক্ত কোনো খরচেরও প্রয়োজন হবে না। পর্যায়ক্রমে সারাদেশে এ সেবা চালু করা হবে। মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী আমাদের কৃষি উৎপাদনকে সচল ও সজীব রাখতে এবং কৃষি উৎপাদনের মধ্য দিয়ে দেশে যাতে খাদ্য সংকট না হয় সেজন্য কৃষিখাতের ওপর বিশেষ গুরুত্ব দিয়েছেন। ডাক বিভাগের পক্ষ থেকে আমরা এ অভিপ্রায় বাস্তবায়নে ভূমিকা রাখতে চাই। আমরা উপলব্ধি করছি যে, লকডাউনে যানবাহন চলাচল বন্ধ থাকায় কৃষকের উৎপাদিত কৃষিপণ্য নিয়ে কৃষক সবচেয়ে বেশি বিপন্ন অবস্থায় আছে। কৃষক পণ্য উৎপাদন করছে কিন্তু এ পণ্য বাজারজাত করতে পারছেন না। ‘শাকসবজি পঁচনশীল পণ্য দীর্ঘ দিন ধরেও রাখা যায় না। প্রান্তিক পর্যায়ের কৃষকদের বিদ্যমান সংকটে বিনা মাশুলে রাজধানী ঢাকায় পণ্য পৌঁছে দিয়ে তাদের পাশে থাকার আমরা চেষ্টা করছি। আমরা চেষ্টা শুরু করেছি মাত্র।’ ঝিটকা বাজার থেকে ফ্রি সার্ভিসের আওতায় প্রথম দিন এক হাজার ২০০ কেজি পেঁয়াজ, ৬০ কেজি কাঁচা মরিচ, ৮০ কেজি বেগুন, ৬০ কেজি করলা, ৬০ কেজি চিচিংগা, ৬০ কেজি ঝিংগা, ৬০ কেজি ঝিংগা, ৬০ কেজি ঢেঁড়শ, ১২০ কেজি শসা এবং ১৮০টি মিষ্টি কুমড়া নিয়ে কৃষক বন্ধু ডাক সেবার গাড়ি ঢাকার উদ্দেশ্যে সকাল ১০টায় যাত্রা শুরু করে। এসব কৃষিপণ্য গাবতলী কৃষিবাজার এবং মিনাবাজার ধানমন্ডিতে পৌঁছে দেয়া হবে। মিনাবাজার, চালডাল এবং পার্কিং বাজার কৃষকদের এসব পণ্য ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে সরাসরি ক্রয় করছে। সামাজিক দূরত্ব বজায় রেখে ভিডিও কনফারেন্সের ঝিটকা বাজার প্রান্তে উপস্থিত ছিলেন ডাক বিভাগের পরিচালক এসএম হারুনুর রশিদ, হরিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবিনা ইয়াসমিন, উপজেলা কৃষি কর্মকর্তা মো. জহিরুল হক, বাংলাদেশ কৃষক লীগ প্রতিনিধি, স্থানীয় জনপ্রতিনিধি এবং ব্যবসায়ী প্রতিনিধিসহ কৃষিপণ্য উৎপাদনকারি কৃষক প্রতিনিধিরা। অনুষ্ঠানে ঢাকা থেকে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব নূর-উর-রহমান এবং ডাক অধিদফতরের মহাপরিচালক এস এস ভদ্র এ সময় ভিডিও কনফারেন্সে যুক্ত ছিলেন। Share this:FacebookX Related posts: মেহেরপুরে কলমি শাক চাষ করে অনেকের সংসারে সচ্ছলতা এসেছে প্রাকৃতিক দুর্যোগ না হলে এ বছর দেশে পেঁয়াজ উদ্বৃত্ত থাকবে : কৃষিমন্ত্রী সিরাজদিখানে আলুক্ষেত পরিচর্যায় চাষিরা ভৈরবে দিন দিন বাড়ছে সরিষার চাষ সিরাজদিখানে কিট নাশক বিষ ঢেলে ৬ একর আলু ক্ষেত নষ্ট সফল কৃষক-উৎপাদনকারীদের জন্য আসছে পুরস্কার : কৃষিমন্ত্রী ধান কাটা শ্রমিকদের স্বাস্থ্যবিধি মেনে হাওর এলাকায় চলাচল নির্বিঘ্ন করার অনুরোধ কাপাসিয়ায় বাণিজ্যিক ভাবে ধনেপাতা চাষ হাওরের ৬২ শতাংশ ধান কাটা শেষ মির্জাপুরে ২২ হেক্টর জমির ধান পানির নিচে! পানি নিস্কাশনের অভাবে বোরো ধানের ক্ষতি কৃষিখাতে ৪ টাকা সুদে ঋণ দিয়েছে বর্তমান সরকার : কৃষিমন্ত্রী SHARES Matched Content কৃষি বিষয়: ‘কৃষক বন্ধু ডাককৃষিপণ্যপরিবহনেসেবা’ চালু