বেতারের উপ-মহাপরিচালক সালাহউদ্দিন সস্ত্রীক করোনা আক্রান্ত

প্রকাশিত: ৯:০৩ অপরাহ্ণ, জুন ১৪, ২০২০

অনলাইন ডেস্ক : বাংলাদেশ বেতারের উপ-মহাপরিচালক (অনুষ্ঠান) সালাহউদ্দিন আহমেদ সস্ত্রীক কোভিড-১৯ আক্রান্ত হয়েছেন। তিনি বিসিএস (তথ্য) ক্যাডারের নবম ব্যাচের কর্মকর্তা।

রবিবার (১৪ জুন) সন্ধ্যায় সালাহউদ্দিন নিজে বিষয়টি নিশ্চিত করে জানান, বর্তমানে তিনি নিজ বাসায় আইসোলেশনে রয়েছেন।

সালাহউদ্দিন আহমেদ বলেন, ‘কিছু লক্ষণ দেখা দিলে স্ত্রীসহ গত ১২ জুন নমুনা পরীক্ষা করতে দেই। আজ রিপোর্ট পেয়ে শরীরে করোনাভাইরাসের উপস্থিতি সম্পর্কে নিশ্চিত হলাম।’

প্রসঙ্গত, করোনা প্রাদুর্ভাবের শুরু থেকেই সালাহউদ্দিন আহমেদের নেতৃত্বে বাংলাদেশ বেতার দেশের প্রান্তিক জনগোষ্ঠী থেকে শুরু করে নগরবাসীর জন্য নানা অনুষ্ঠান পরিচালনা করে আসছিল। বেতারের ১৪টি আঞ্চলিক কেন্দ্র এবং আটটি বিশেষায়িত ইউনিটের একাধিক এ.এম এবং এফ.এম ব্যান্ডে সরকার নির্ধারিত বিভিন্ন স্বাস্থ্য নির্দেশনা প্রচার করা হচ্ছিল।