‘সব বড় বড় শহরে মেট্রোরেল হবে’ দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৯:৩২ অপরাহ্ণ, জানুয়ারি ৪, ২০২২ অনলাইন ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, শুধু ঢাকা কেন? চট্টগ্রামে মেট্রোরেল হতে হবে। চট্টগ্রাম এয়ারপোর্ট থেকে রেল স্টেশন পর্যন্ত মেট্রোরেল হতে হবে। এছাড়া বড় শহর যেখানে আছে, বিমানবন্দর আছে সেখানেও মেট্রোরেল হতে পারে। মঙ্গলবার রাজধানীর শের-ই-বাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ১০টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় তিনি এসব কথা বলেন। প্রকল্পগুলোর মোট ব্যয় ১১ হাজার ২১১ কোটি ৪৪ লাখ টাকা। সভা শেষে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেন, শুধু ঢাকায় নয় আগামীতে চট্টগ্রামেও প্রধানমন্ত্রী মেট্রোরেল নির্মাণের কথা বলেছেন। আমরা জানি ইতোমধ্যে প্রাথমিক কাজ শুরু করেছে। আশা করি, দ্রুত সময়ে সংশ্লিষ্টরা চট্টগ্রামে মেট্রোরেল নির্মাণ প্রকল্প একনেক সভায় পাঠাবেন। আমরাও এটা অনুমোদন করে দেবো। তিনি আরও বলেন, যেখানে বড় বড় শহর আছে, এছাড়া যে শহরে বিমানবন্দর আছে সেখানেও মেট্রোরেল হতে পারে। এই বিষয়ে আমরা প্রয়োজনীয় পদক্ষেপ নেবো। Share this:FacebookX Related posts: গ্যাসের মূল্য বৃদ্ধির আপাতত কোনো পরিকল্পনা নেই তরুণরা পথ হারালে দেশ অন্ধকারে তলিয়ে যাবে : স্বরাষ্ট্রমন্ত্রী ৫ কোটি লোক খাদ্য সহায়তার আওতায় আসবে : প্রধানমন্ত্রী করোনায় নতুন মৃত্যু ৭,আক্রান্ত বেড়ে ২৪৫৬ দেশে করোনায় আক্রান্তের ৭৩ শতাংশ ঢাকার করোনা জয় করেই বাংলাদেশ এগিয়ে যাবে : প্রধানমন্ত্রী কর্মক্ষেত্রে নারীর অংশগ্রহণ ৫০ শতাংশে উন্নীত করার অঙ্গীকার প্রধানমন্ত্রীর শিক্ষাপ্রতিষ্ঠান খোলার ইঙ্গিত ১১ এপ্রিল পাপুলের আসনে উপনির্বাচন রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৪৪ হালুয়াঘাটে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে ভিডিও কনফারেন্সিং অনুষ্ঠিত সংসদ অধিবেশন শুরু ১৬ জানুয়ারি SHARES Matched Content জাতীয় বিষয়: 'সব বড় বড় শহরেমেট্রোরেল হবে'