ঘিওরে মোবাইল কোর্টের অভিযান

প্রকাশিত: ৭:১৮ অপরাহ্ণ, জানুয়ারি ১৪, ২০২০

নিউজ ডেস্কঃ মানিকগঞ্জের ঘিওরে মোবাইল কোর্টে ৫টি ড্রেজারের পাইপ বিনষ্ট করা হয় এবং বেগুননারচী এলাকা থেকে মাটিবাহী গাড়ীর চালকসহ জব্দ করা হয়েছে।সোমবার বিকালে উপজেলার কুস্তা ভাঙ্গা, বেগুন নারচী, বাসুদেব বাড়ি, বুরুলিয়া এবং শ্রীধরনগর বাজার সংলগ্ন এলাকায় ঘিওর ও পয়লা ইউনিয়নে এ মোবাইল কোর্ট অভিযান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আইরিন আক্তার।বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ৪(গ) ধারার অপরাধে মো. রুবেল হোসেন(২৬), পিতা. মো. দুলাল হোসেন, গ্রাম- খলসী, উপজেলা- দৌলতপুরকে ৫০,০০০/- টাকা অর্থদণ্ড অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।ড্রেজার-ভেকু ব্যবহার করে অবৈধভাবে বালু-মাটি উত্তোলনের জন্য ঘিওর উপজেলা প্রশাসন কোনো ধরনের মৌখিক-লিখিত-অলিখিত অনুমতি প্রদান করেন না।উপজেলা প্রশাসনের নাম ব্যবহার করে যারা এ ধরনের কর্মকাণ্ড পরিচালনা করছে তাদের তথ্য দিয়ে প্রশাসনকে সহযোগিতা করতে বলা হয়।