৯৯৯-এ ফোন: বঙ্গোপসাগরে বিকল নৌযান থেকে ১০০ পর্যটক উদ্ধার দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ১০:৪৭ অপরাহ্ণ, জানুয়ারি ২, ২০২২ অনলাইন ডেস্ক : ৯৯৯-এ এক কলারের ফোন পেয়ে বঙ্গোপসাগরে বিকল নৌযান থেকে ১০০ পর্যটক উদ্ধার করেছে কোস্টগার্ডের চট্টগ্রাম পূর্ব জোন। জানা যায়, চট্টগ্রামের পতেঙ্গা থেকে একটি ইঞ্জিনচালিত নৌযানযোগে নারী শিশুসহ প্রায় ১০০ পর্যটক গত ৩১ ডিসেম্বর সাগরপথে কক্সবাজারের কুতুবদিয়া দ্বীপে বেড়াতে গিয়েছিলেন। একদিন সেখানে অবস্থানের পর গত ১ ডিসেম্বর তারা চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দেন। কিছুদূর আসার পর তাদের নৌযান বিকল হয়ে পড়ে এবং তাদের নৌযানের তলা ফুটো হয়ে পানি ঢুকতে থাকে। এ সময় নৌযানের একজন যাত্রী জাহিদুল ইসলাম ১ ডিসেম্বর দুপুর সাড়ে বারোটার দিকে ৯৯৯ নম্বরে ফোন করে তাদের বিপদের কথা জানান এবং উদ্ধার সহায়তা কামনা করেন। তবে কলার তাদের সঠিক অবস্থান জানাতে পারেননি। শুধু জানাতে পেরেছিলেন চট্টগ্রামের আনোয়ারার পারকী সমুদ্র সৈকতের কাছাকাছি আছেন। ফোনের অপর প্রান্ত থেকে তখন কলারের ভীত-উদ্বিগ্ন কণ্ঠস্বর ও শিশুদের কান্নার আওয়াজ ভেসে আসছিল। ৯৯৯ কলটেকার কনস্টেবল রাজেশ কুমার রায় তাৎক্ষণিকভাবে কোস্টগার্ড চট্টগ্রাম পূর্ব জোনের নিয়ন্ত্রণ কক্ষে বিষয়টি জানায়। কোস্টগার্ডের উদ্ধারকারী দল কলারের সাথে কথা বলে অভিযানে রওনা দেয়। অবশেষে পারকী উপকূলের সন্নিকটবর্তী বঙ্গোপসাগর থেকে বিকল নৌযানের নারী ও শিশুসহ প্রায় ১০০ পর্যটক ও বিকল নৌ যানটিকে উদ্ধার করে চট্টগ্রামের পতেঙ্গা পৌঁছে দেয়া হয়। Share this:FacebookX Related posts: ৯৯৯ এ ফোন: ভারতীয় লেখকের পাসপোর্ট উদ্ধার বঙ্গোপসাগরে নিম্নচাপ, সমুদ্রবন্দরে সতর্কতা ৯৯৯ এ ফোন, লঞ্চে আটকে পড়া দুই শতাধিক যাত্রী উদ্ধার ৯৯৯-এ ফোন কলে আত্মহত্যা করতে যাওয়া তরুণী উদ্ধার ৯৯৯ এ ফোন- সাগর থেকে পাঁচ যাত্রী উদ্ধার আতঙ্ক না ছড়াই, সতর্ক থাকি সাহায্য করি : সেনাবাহিনীর বার্তা অনৈতিক ওয়েব কনটেন্টের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: তথ্যমন্ত্রী করোনায় আক্রান্ত হয়ে সিএমএইচে অ্যাটর্নি জেনারেল বুড়িগঙ্গা নদীতে ফের উচ্ছেদ অভিযান বিআইডব্লিউটিএর গৌহাটিতে বিজিবি-বিএসএফ সীমান্ত সম্মেলন শুরু রোহিঙ্গাদের ফেরাতে পাশে থাকবে তুরস্ক প্রধানমন্ত্রীর তহবিলে শিক্ষা মন্ত্রণালয়ের ৭ কোটি টাকার অনুদান SHARES Matched Content জাতীয় বিষয়: ১০০ পর্যটক উদ্ধার৯৯৯ এ ফোনবঙ্গোপসাগরেবিকল নৌযান থেকে