৯৯৯ এ ফোন: ভারতীয় লেখকের পাসপোর্ট উদ্ধার দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ২:৪৭ অপরাহ্ণ, জানুয়ারি ৩১, ২০২০ স্টাফ রিপোর্টার : জরুরি সেবা ৯৯৯ এ ফোন দিয়ে নিজের পাসপোর্ট ফেরত পেলেন এক ভারতীয় নাগরিক। তার নাম সমীরণ দত্ত (৬০)। তিনি ভারতের পশ্চিমবঙ্গের বীরভূমের অধিবাসী ও লেখক। বৃহস্পতিবার এক প্রেস বিজ্ঞপ্তিতে ৯৯৯ মিডিয়া জানায়, বুধবার (২৯ জানুয়ারি) রাত ৮টা ৫৬ মিনিটে উদ্বিগ্ন হয়ে ঢাকার কমলাপুর বাসস্ট্যান্ড থেকে ৯৯৯ এ ফোন করে সহায়তা চান একজন বাংলাদেশি নাগরিক। অজ্ঞাত ওই ব্যক্তি ফোনে জানান, তিনি একজন বাসযাত্রী, কমলাপুর বাসস্ট্যান্ডে একজন ভারতীয় নাগরিকের ব্যাগ থেকে পাসপোর্ট, ডলার ও টাকা চুরি হয়ে গেছে। কী করবেন বুঝতে পারছিলেন না ভারতীয় নাগরিক। তাই তাকে সহায়তার জন্য ৯৯৯ এ ফোন করেছেন ওই ব্যক্তি। পরে ৯৯৯ সেই ভারতীয় নাগরিকের সঙ্গে কথা বলে জানতে পারে, বাংলাদেশের অমরাবতী প্রকাশনী থেকে এবারের একুশে বইমেলায় তার একটি বই প্রকাশিত হয়েছে। সেই উপলক্ষে তিনি এবং তার ছেলে সড়কপথে বাসযোগে ভারত থেকে বাংলাদেশ এসে ঢাকার কমলাপুরে নেমেছেন সন্ধ্যা পৌনে ৮টার দিকে। এরপর যখন তিনি স্বামীবাগ লোকনাথ আশ্রমে যাওয়ার জন্য যখন রিকশা ঠিক করছিলেন, তখন তার মনে হলো কেউ যেন তার ব্যাগে হাত দিয়েছে। পরে তিনি দেখলেন তার ব্যাগের চেইন খোলা এবং ব্যাগ থেকে পাসপোর্টের ছোট ব্যাগটি চুরি হয়ে গেছে। ছোট ব্যাগটির ভেতরে তার এবং তার ছেলের পাসপোর্ট, ৩২০ মার্কিন ডলার এবং বাংলাদেশি সাড়ে তিন হাজার টাকা ছিল। তিনি ৯৯৯ এর কাছে পুলিশি সহায়তার জন্য অনুরোধ জানান। এর পরপরই ৯৯৯ তাৎক্ষণিকভাবে তার সঙ্গে কমলাপুর রেলওয়ে থানার ডিউটি অফিসারের কথা বলিয়ে দেন। কমলাপুর রেলওয়ে থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়। তারা রেল স্টেশন এবং আশপাশে তল্লাশি অভিযান চালায়। পরবর্তীতে কমলাপুর রেলওয়ে থানার ওসি ৯৯৯ কে জানান, তারা দুটি পাসপোর্ট এবং পাঁচশত টাকা উদ্ধার করেছেন। এ সময় স্টেশন থেকে পাঁচজন ভবঘুরেকে আটক করা হয়েছে। বাকি টাকা উদ্ধারের চেষ্টা চলছে। পরে ভারতীয় লেখক সমীরণ দত্ত দ্রুত সময়ের মধ্যে পুলিশি সেবা পাওয়ায় এবং পাসপোর্ট উদ্ধার হওয়ায় ৯৯৯ এবং কমলাপুর রেলওয়ে পুলিশকে ধন্যবাদ জানান। Share this:FacebookX Related posts: ১৫ লাখ বাংলাদেশিকে ভিসা দিয়েছে ভারত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে ড. হাছান মাহমুদের সাক্ষাৎ ‘ভারতের নাগরিকত্ব আইন সংশোধনের কোন প্রয়োজন ছিল না’ ভারতের মরণোত্তর ‘পদ্মভূষণ’ পুরস্কার পেলেন মোয়াজ্জেম আলী বাংলাদেশকে এক লাখ হাইড্রোক্সিক্লোরোকুইনসহ করোনা সামগ্রী দিল ভারত ভারত থেকে আরও ২২১ বাংলাদেশি দেশে ফিরলেন করোনা মোকাবিলায় বাংলাদেশকে তৃতীয় দফায় সহায়তা সামগ্রী দিল ভারত ৯৯৯ এ ফোন, লঞ্চে আটকে পড়া দুই শতাধিক যাত্রী উদ্ধার ভারত হারালো বিজ্ঞ নেতাকে বাংলাদেশ হারালো আপনজনকে পর্যাপ্ত করোনা টিকা পাওয়ার মূল বাধা ভারত : ডা. জাফরুল্লাহ ৯৯৯-এ ফোন কলে আত্মহত্যা করতে যাওয়া তরুণী উদ্ধার প্রথম করোনার টিকা নেবেন নার্স রুনু কস্তা SHARES Matched Content জাতীয় বিষয়: ৯৯৯ এ ফোনভারতলেখকের পাসপোর্ট উদ্ধার