৯৯৯-এ ফোন কলে আত্মহত্যা করতে যাওয়া তরুণী উদ্ধার

প্রকাশিত: ১১:১২ অপরাহ্ণ, জানুয়ারি ৬, ২০২১

নিজস্ব প্রতিবেদক : ৯৯৯ এ এক কলারের ফোন কলে ঢাকার রূপনগর থেকে ফেসবুকে আত্মহত্যার স্ট্যাটাস দেয়া এক তরুণীকে উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে বাংলাদেশ পুলিশ পরিচালিত ‘জাতীয় জরুরী সেবা ৯৯৯’এ একজন কলার ঢাকার যাত্রাবাড়ী থেকে ফোন করে জানান, তিনি একজন সাংবাদিক। একটি ইলেক্ট্রনিক মিডিয়াতে কাজ করেন। তার সাবেক সহকর্মী এক তরুণী যিনি একই টিভি চ্যানেলে সংবাদকর্মীর কাজ করতেন, তিনি ফেসবুকে একাধিক স্ট্যাটাস দিয়েছেন, তিনি আত্মহত্যা করতে যাচ্ছেন, বন্ধুদের তিনি বিদায় জানিয়েছেন এবং তার মৃতদেহ নেয়ার জন্য মিরপুর, রূপনগর যাওয়ার জন্য বলেছেন।

কলার জানান, তার সাবেক তরুণী সহকর্মী বর্তমানে রূপনগর থানাধীন একটি আবাসিক এলাকায় তার স্বামীর বাসায় রয়েছেন। কলার ৯৯৯ কে তার সহকর্মীকে উদ্ধারের ব্যবস্থা নেয়ার জন্য অনুরোধ জানান।

৯৯৯ তাৎক্ষণিক ভাবে কলারের সঙ্গে রূপনগর থানার ডিউটি অফিসারের কথা বলিয়ে দেয়। খবর পেয়ে রূপনগর থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে যায়।

পরবর্তীতে রূপনগর থানার এসআই এনামুল ৯৯৯ কে ফোনে জানান, তিনি ঘটনাস্থলে আছেন। তরুণী তার জিম্মায় আছে। তিনি তাকে বোঝানোর চেষ্টা করছিলেন।

এরপর ৯৯৯ থেকে তরুণীর সঙ্গে ফোনে কথা বলা হলে কান্নায় ভেঙ্গে পড়ে তরুণী জানান, তিনি বিকেলে ঝিনাইদহ থেকে তার স্বামীর বাসা রূপনগরে এসে পৌঁছেছেন। কিন্তু বাসায় ঢুকতে গিয়ে দেখেন তার স্বামী যিনি একজন মেরিন ইঞ্জিনিয়ার, বর্তমানে ঢাকার বাইরে আছেন। তার স্বামী বাসার দারোয়ানকে বলে দিয়েছেন তাকে যেন বাসায় ঢুকতে না দেয়া হয়।

তরুণী আরও জানান, কয়েকশো কিলো পথ পাড়ি দিয়ে এসে তিনি বাসায় ঢুকতে পারছেন না, রাস্তায় দাঁড়িয়ে আছেন। তিনি তার স্বামীর কারণে মিডিয়ার চাকরি ছেড়ে দিয়েছেন। তার স্বামী তাকে শারীরিক ও মানসিক নির্যাতন করেন। হতাশাগ্রস্থ হয়ে তিনি আত্মহত্যার চিন্তা করেছেন এবং ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন।

৯৯৯ তরুণীকে তার প্রয়োজনীয় সকল আইনী সহায়তার আশ্বাস দেয় এবং আত্মহত্যার মতো কোন পদক্ষেপ না নেয়ার জন্য অনুরোধ জানায়।

পরে এসআই এনামুল ৯৯৯ কে জানান, তিনি তরুণীকে রূপনগরে তার এক বান্ধবীর বাসায় পৌঁছে দেন। তরুণীর স্বামীর সঙ্গে তিনি ফোনে কথা বলেছেন এবং স্বামী তাকে জানিয়েছেন ঢাকায় ফিরে তিনি বিষয়টি মীমাংসা করে নেবেন।