৯৯৯ এ ফোন- সাগর থেকে পাঁচ যাত্রী উদ্ধার দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ১১:১৯ অপরাহ্ণ, জুন ৬, ২০২১ নিজস্ব প্রতিবেদক : জাতীয় জরুরী সেবা ৯৯৯ নম্বরে ঝড়ের কবলে পড়ে দিকভ্রান্ত হয়ে বঙ্গোপসাগরে ভাসতে থাকা স্পীড বোটের এক যাত্রীর ফোন কলে পাঁচ যাত্রীকে উদ্ধার করেছে কোষ্ট গার্ড। রোববার সকাল সাড়ে ৯টার দিকে মাহামুদুল নামে একজন কলার ৯৯৯ নম্বরে ফোন করেন। তিনি বলেন, সকাল ৮টায় তারা পাঁচ জন যাত্রী একটি স্পীড বোটযোগে সন্দ্বীপ থেকে চট্টগ্রামের সীতাকুণ্ডের কুমিরার উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন। সন্দ্বীপ থেকে সীতাকুণ্ডের দূরত্ব সাগরপথে প্রায় ৪০ কি. মি.। কিছুদূর যাবার পর তারা প্রচণ্ড ঝড়ের কবলে পড়েন। এ সময় চালক স্পীড বোটের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। ঝড়ের কবলে ঢেউয়ের তোড়ে তারা কিছুক্ষণ নিয়ন্ত্রণহীন সাগরে ভাসতে থাকেন। ঝড় থেমে যাওয়ার পর তারা বুঝতে পারছিলেন না কোথায় আছেন? দিকভ্রান্ত হয়ে কিছুক্ষণ সাগরে ভেসে কোন উপায় না পেয়ে ৯৯৯ এ ফোন করে তাদের উদ্ধারের ব্যবস্থা নেয়ার অনুরোধ জানান। ৯৯৯ তাৎক্ষণিক ভাবে বিষয়টি কোষ্ট গার্ড সদর দপ্তরের নিয়ন্ত্রণ কক্ষ ও চট্টগ্রাম কোষ্ট গার্ড নিয়ন্ত্রণ কক্ষে জানিয়ে উদ্ধারের ব্যবস্থা নিতে অনুরোধ জানায়। ৯৯৯ থেকে সংবাদ পেয়ে সন্দ্বীপ কোষ্ট গার্ডের একটি উদ্ধারকারী দল রওনা দেয়। পরে কোষ্ট গার্ড চট্টগ্রাম নিয়ন্ত্রণ কক্ষ থেকে ৯৯৯ কে ফোনে জানানো হয় তারা দিকভ্রান্ত নৌযানের যাত্রীদের উদ্ধার করে পথ দেখিয়ে নিরাপদে উপকূলে পৌঁছে দিয়েছেন। Share this:FacebookX Related posts: ৯৯৯ এ ফোন: ভারতীয় লেখকের পাসপোর্ট উদ্ধার ৯৯৯ এ ফোন, লঞ্চে আটকে পড়া দুই শতাধিক যাত্রী উদ্ধার ৯৯৯-এ ফোন কলে আত্মহত্যা করতে যাওয়া তরুণী উদ্ধার আইজিপি হচ্ছেন বেনজীর আহমেদ বুড়িগঙ্গা সেতু ঝুঁকিপূর্ণ ঘোষণা ৩৮তম বিসিএসের ফল প্রকাশ: নিয়োগ পাচ্ছেন ২২০৪ জন ক্যাডার বাংলাদেশে আবিষ্কার করোনার টিকা ৬ মাসের মধ্যে বাজারে আনার আশা যেখানে চিরনিদ্রায় শায়িত হলেন আল্লামা শফী করোনায় মৃত্যুর মিছিলে আরও ৩২ জন ‘উচ্ছেদ অভিযান দখলদারদের বিরুদ্ধে কোনো ব্যক্তির নয়’ নতুন বছরে ভেদাভেদ ভুলে জোরদার হোক ভ্রাতৃত্বের বন্ধন একুশে পদক পেলেন ২১ বিশিষ্ট নাগরিক SHARES Matched Content জাতীয় বিষয়: ৯৯৯ এ ফোনপাঁচ যাত্রী উদ্ধারসাগর থেকে