গাজীপুরে ট্রেন-মাইক্রোবাস সংঘর্ষে মা-ছেলে নিহত দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৬:১৪ অপরাহ্ণ, ডিসেম্বর ১৬, ২০২১ অনলাইন ডেস্ক : গাজীপুরের দাক্ষিণখান এলাকায় ট্রেনের সঙ্গে সংঘর্ষে মাইক্রোবাসের দুই যাত্রী নিহত হন। এ ঘটনায় আরো দুইজন যাত্রী আহত হন। বৃহস্পতিবার ভোরে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- গাজীপুরের দাক্ষিণখান এলাকার বাসিন্দা আবুল হাসানের স্ত্রী মাহমুদা আক্তার মিতু (২৬) ও ছেলে শোয়াইব (২)। তাদের গ্রামের বাড়ি শরিয়তপুরের নড়িয়া থানার দিনার এলাকায়। আহতরা হলেন আবুল হাসান (৪০) ও তার মেয়ে লাবিবা (৬)। রেলওয়ের কমলাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল হক জানান, শরিয়তপুর যাওয়ার জন্য স্ত্রী সন্তানদের নিয়ে আবুল হাসান নিজে মাইক্রোবাস চালিয়ে যাচ্ছিলেন। পথে দাক্ষিণখান রেলক্রসিং পার হওয়ার সময় ভোরে মাইক্রোবাসটির পেছনের অংশে ঢাকাগামী নীলসাগর এক্সপ্রেস ট্রেনটির ধাক্কা লাগে। এতে মাইক্রোবাসটি দুমড়ে-মুচড়ে ১৫/২০ হাত দূরে গিয়ে রেলপথের পাশে পড়ে যায়। এতে আবুল হাসান ও তার মেয়ে লাবিবা আহত এবং তার স্ত্রী মিতু ও ছেলে শোয়াইব নিহত হন। হতাহতদের উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। ধীরাশ্রম রেলস্টেশনের স্টেশন মাস্টার মো. হেলালউদ্দিন জানান, ঘন কূয়াশার মধ্যে নীলসাগর এক্সপ্রেস ট্রেন মাইক্রোবাসটির পেছন দিকে ধাক্কা দেয়। Share this:FacebookX Related posts: গাজীপুরে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত ময়মনসিংহ বিভাগীয় কমিশনার গাজীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ৪ গাজীপুরে ১২০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার: ২ মাদক ব্যবসায়ী আটক গাজীপুরে পোশাক শ্রমিকদের বিক্ষোভ গাজীপুরে কিশোরীকে গণধর্ষণ, গ্রেপ্তার ২ গাজীপুরে বেতনের দাবিতে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ ও বিক্ষোভ দুই গ্রামবাসীর সংঘর্ষে নিহত ২ ট্রাক-অ্যাম্বুলেন্স সংঘর্ষে ভ্যানচালক নিহত গাজীপুরে টেক্সটাইল মিলে অগ্নিকাণ্ড দুই ট্রাকের সংঘর্ষে নিহত ৩ গাছের সাথে প্রাইভেটকারের ধাক্কা, মা-ছেলে নিহত গাজীপুরে জবাই করা যুবকের লাশ উদ্ধার SHARES Matched Content ঢাকা বিভাগ বিষয়: গাজীপুরেট্রেন-মাইক্রোবাসমা-ছেলে নিহতসংঘর্ষে