দুই গ্রামবাসীর সংঘর্ষে নিহত ২ দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৯:৪১ অপরাহ্ণ, ডিসেম্বর ২৬, ২০২০ অনলাইন ডেস্ক : কিশোরগঞ্জের ইটনায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে দু’জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অর্ধ শতাধিক। শনিবার সকালে উপজেলার মৃগা ইউনিয়নের আন্ধাইর এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, উপজেলার প্রজারকান্দা গ্রামের নূর হোসেনের ছেলে বাদল মিয়া (৪৫) ও শান্তিপুর গ্রামের মিরাশ আলী (৭০)। স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার মৃগা ইউনিয়নের শান্তিপুর ও প্রজারকান্দা গ্রামের লোকজনের মধ্যে দীর্ঘদিন ধরে নানা বিষয় নিয়ে বিরোধ চলছিল। শুক্রবার স্থানীয় টেম্পুস্ট্যান্ডে টেম্পুতে লোক উঠানোকে কেন্দ্র করে দুই গ্রামের কয়েকজনের সঙ্গে বিবাদ হয়। রাতে আমিরগঞ্জ বাজারে এসব নিয়ে দু’পক্ষ সালিশে বসে। সেখানে প্রজারকান্দা গ্রামের আতাউরকে মারধর করে শান্তিপুরের লোকজন। এর জেরে শনিবার সকাল ৯টার দিকে দু’পক্ষের অন্তত দুই হাজার লোক দেশিয় অস্ত্র নিয়ে বাজারের কাছে আন্ধাইর এলাকায় সংঘর্ষে জড়িয়ে যায়। এ সময় উভয়পক্ষের অর্ধশতাধিক আহত ও ঘটনাস্থলেই দু’জনের মৃত্যু হয়। ইটনা থানার অফিসার ইনচার্জ মুর্শেদ জামান জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে। Share this:FacebookX Related posts: গোপালগঞ্জে গাছের সঙ্গে বাসের ধাক্কা, নিহত ২ কেরানীগঞ্জে দেয়াল ধসে মাদরাসাছাত্রসহ নিহত ২ রাজধানীতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২ ভুঞাপুরে সড়ক দূর্ঘটনায় শিশু ও বঙ্গবন্ধুসেতুতে মোটরসাইকেল আরোহী নিহত ২ কালিহাতীতে সড়ক দুর্ঘটনায় নিহত ২ খুলনায় ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২ পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৯টি স্বর্ণের বারসহ আটক-১ টাঙ্গাইলে তিন স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ২ মাদারীপুরে নতুন আরো ২৯ জনসহ আক্রান্ত ৭৩৮ সন্ধ্যার পর হাতিরঝিলে প্রবেশ নিষেধ জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ফরিদা সম্পাদক ইলিয়াস SHARES Matched Content ঢাকা বিভাগ বিষয়: দুই গ্রামবাসীরনিহত ২সংঘর্ষে