কানাইঘাট সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি নিহত

প্রকাশিত: ৬:৪২ অপরাহ্ণ, নভেম্বর ৩, ২০২১

অনলাইন ডেস্ক : সিলেটের কানাইঘাট সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে দুই বাংলাদেশি নিহত হয়েছেন। এ সময় গুলিবিদ্ধ হয়েছেন আরও দুইজন। মঙ্গলবার (২ নভেম্বর) রাতে কানাইঘাটের ডোনা সীমান্তে এ ঘটনা ঘটে।

বুধবার (৩ নভেম্বর) বিকেলে কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

নিহতরা হলেন- কানাইঘাটের লক্ষ্মীপ্রসাদ গ্রামের আসকর আলী ওরফে আছই (২৫) ও আরিফ মিয়া (২২)।

ওসি মো. তাজুল ইসলাম জানান, সীমান্তের নো ম্যানস ল্যান্ডে দুটি লাশ পড়ে আছে। লাশ উদ্ধার করতে পুলিশ ফোর্স পাঠানো হয়েছে। তারা সেখানে পৌঁছালে বিস্তারিত জানাতে পারব।

ধারণা করা হচ্ছে- গতকাল রাতে তারা ভারতীয় সীমান্তে প্রবেশ করেন। ফেরার সময় বিএসএফ সদস্যরা তাদের দাঁড়াতে বললে তারা দৌড় দেন। এ সময় বিএসএফ গুলি চালায়।