করোনায় আরও ৭ জনের মৃত্যু, শনাক্ত ২৫৬ দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৬:৪৭ অপরাহ্ণ, নভেম্বর ৩, ২০২১ অনলাইন ডেস্ক : করোনাভাইরাসে আক্রান্ত হয়ে রাজধানীসহ সারাদেশে গত ২৪ ঘণ্টায় সাতজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২৭ হাজার ৮৮০ জনে। একই সময়ে নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছেন আরও ২৫৬ জন। এ নিয়ে শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে ১৫ লাখ ৭০ হাজার ২০৮ জনে দাঁড়িয়েছে। বুধবার (৩ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের করোনা পরিস্থিতি সংক্রান্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গত বছরের ৮ মার্চ দেশে প্রথম তিনজনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। Share this:FacebookX Related posts: করোনায় মৃতের সংখ্যা বেড়ে ২০৬, শনাক্ত আরও ৭০৯ করোনায় ত্রাণ পেল পৌনে ২ কোটি পরিবার করোনায় ১০ লাখেরও বেশি নমুনা পরীক্ষা করোনায় নতুন মৃত্যু ৫০, শনাক্ত ১৯১৮ করোনায় মৃত্যুর সংখ্যা কমছে করোনায় প্রাণ গেল আরও ৩২ জনের করোনায় আরও ১৪ জনের মৃত্যু, শনাক্ত ১২৭৪ করোনায় গত ২৪ ঘণ্টায় ১৩ জনের মৃত্যু করোনায় প্রাণ গেল আরও ৯৪ জনের করোনায় ফের শতাধিক মৃত্যু করোনায় মৃতের সঙ্গে কমেছে আক্রান্তও করোনায় প্রাণ গেল আরও ৬০ জনের SHARES Matched Content জাতীয় বিষয়: আরও ৭ জনের মৃত্যুকরোনায়শনাক্ত ২৫৬