পুলিশ ফাঁড়িতে যুবকের মৃত্যু: ইনচার্জসহ চার পুলিশ বরখাস্ত, প্রত্যাহার ৩ দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ১০:৫২ অপরাহ্ণ, অক্টোবর ১২, ২০২০ অনলাইন ডেস্ক ; সিলেট কোতোয়ালি থানার বন্দরবাজার ফাঁড়িতে পুলিশের নির্যাতনে মো. রায়হান আহমদের (৩৪) মৃত্যু হওয়ার বিষয়ে প্রাথমিক তদন্তে নিশ্চিত হয়েছে পুলিশ। এ ঘটনায় বন্দরবাজার ফাঁড়ির ইনচার্জ এসআই আকবর হোসেন ভূঁইয়াসহ চারজনকে সাময়িক বরখাস্ত ও তিনজনকে প্রত্যাহার (ক্লোজড) করা হয়েছে। মহানগর পুলিশের উপকমিশনার (উত্তর) আজবাহার আলী শেখ এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, ঘটনার পর থেকে প্রাথমিক তদন্তের ফলাফল বিশ্লেষণ করে বিকাল সাড়ে ৩টার দিকে এক আদেশে চারজনকে সাময়িক বরখাস্ত ও তিনজনকে প্রত্যাহার করা হয়। বন্দর ফাঁড়ির ইনচার্জ এসআই আকবর হোসেন ভূঁইয়া ছাড়া বরখাস্ত হওয়া অন্য তিনজন হচ্ছেন- এএসআই তৌহিদ মিয়া, কনস্টেবল টিটু চন্দ্র দাশ ও হারুনুর রশীদ। আর প্রত্যাহার করা তিনজন হচ্ছেন- এএসআই আশীক এলাহী, এএসআই কুতুব আলী, কনস্টেবল সজীব হোসেন। পুলিশের একটি সূত্র জানায়, বরখাস্ত ও প্রত্যাহার করা সাতজন পুলিশ সদস্য নিয়ে আরেক দফা তদন্ত চলছে। এ তদন্তের পর এদের মধ্য থেকে রায়হান হত্যা মামলায় আসামি করা হতে পারে। Share this:FacebookX Related posts: সিলেটে দুই মাজার জিয়ারত করলেন রাষ্ট্রপতি মুজিববর্ষে মুক্তিযোদ্ধাদের ১৪ হাজার বাড়ি উপহার দেয়া হবে- মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী এসকে সিনহাকে মাজায় দড়ি বেঁধে টেনে দেশে আনা হবে : মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী মুজিববর্ষে ৭০০ থানায় চারটি করে হেল্প ডেস্ক: আইজিপি সিলেট ৪.১ মাত্রার ভূমিকম্প শিক্ষার্থীদের নোট ও গাইড বই কিনতে বাধ্য না করার আহ্বান শিক্ষামন্ত্রীর চট্টগ্রাম-সিলেটসহ দেশের কয়েকটি এলাকায় ভূমিকম্প ভারত-চীন কেউই আমাদের কিছু বলেনি: পররাষ্ট্রমন্ত্রী অতি বয়স্করা ঘরে থাকুন : আইইডিসিআর তাহিরপুরে করোনার নমুনা কালেকশন বুথ উদ্বোধন বেতনের দাবিতে শিক্ষকরা রাস্তায় চিকিৎসার জন্য সিঙ্গাপুরে মওদুদ SHARES Matched Content জাতীয় বিষয়: ইনচার্জসহ চার পুলিশ বরখাস্তপুলিশ ফাঁড়িতে যুবকের মৃত্যুপ্রত্যাহার ৩