চট্টগ্রাম-সিলেটসহ দেশের কয়েকটি এলাকায় ভূমিকম্প

প্রকাশিত: ৬:৫৭ অপরাহ্ণ, এপ্রিল ১৬, ২০২০

অনলাইন ডেস্ক : চট্টগ্রাম ও সিলেটসহ দেশের কয়েকটি এলাকায় ৫.৯ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। বৃহস্পতিবার পৌনে ৬টার দিকে এই ভূমিকম্প হয়। ভূমিকম্পের উৎস ছিল মিয়ানমারের ফালাম থেকে ৩৮.৫ কিলোমিটার পূর্ব- দক্ষিণ-পূর্বে, ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে বলে জানা গেছে।

বাংলাদেশ আবহাওয়া অফিসের সুপারভাইজর জহিরুল ইসলাম গণমাধ্যমকে বলেন, ভূমিকম্পের উৎপত্তিস্থল মিয়ানমার। তবে বাংলাদেশের চট্টগ্রাম থেকে অনুভূত হয়েছে। বিকেল ৫টা ৪৫ মিনিটে এ ভূমিকম্প হয়।