কুড়িগ্রামে ‘বিএসএফের গুলিতে’ বাংলাদেশি তরুণ নিহত দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ১০:৪০ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১, ২০২০ অনলাইন ডেস্ক : নাগেশ্বরী উপজেলার পাখিউড়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে এক বাংলাদেশি তরুণ নিহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। শনিবার ভোরে ৩৯/৪টি নম্বর আন্তর্জাতিক সীমান্ত পিলারের কাছে তিনি গুলিবিদ্ধ হন। নিহত জামাল উদ্দিন (১৯) কালাইয়ের চর গ্রামের লুৎফর রহমানের ছেলে। স্থানীয়রা জানান, ভোরে গরু আনতে কয়েকজনের সাথে সীমান্ত দিয়ে ভারতের আসামের অভ্যন্তরে মন্ত্রীর চরে যান রাখাল জামাল। এ সময় বিএসএফ তাদের উপস্থিতি টের পেয়ে গুলি ছুড়লে তা জামালের পাঁজরে লাগে। পরে তাকে উদ্ধার করে পরিবারের লোকজন অজ্ঞাত জায়গায় নিয়ে যায়। শেষে বিকাল ৪টায় তার মরদেহ বাড়িতে নিয়ে আসেন তারা। পরিবারের লোকজনের দাবি, গুলিবিদ্ধ জামালকে চিকিৎসার জন্য কুড়িগ্রাম সদরে নিয়ে যাওয়ার সময় পথে তিনি মারা যান। খবর পেয়ে কচাকাটা থানা পুলিশ বাড়ি থেকে জামালের মরদেহ উদ্ধার করে বলে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন অর রশিদ। কুড়িগ্রামের বিজিবি-২২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মোহাম্মদ জামাল হোসেন বলেন, ‘পাখিউড়া বিওপির অধীন সীমান্তে এক রাউন্ড গুলির শব্দ পাওয়া গেছে বলে জানতে পেরেছি। জামাল নামে একজন গুলিবিদ্ধ হওয়ার খবর পাওয়া গেলেও তার মরদেহ ঘটনাস্থলে পাওয়া যায়নি। বিএসএফ কিংবা চোরাকারবারিদের গুলিতে সে মারা গেছে কি না তা নিশ্চিত হওয়া যায়নি।’ Share this:FacebookX Related posts: জুনে ঢাকা-শিলিগুড়ি ট্রেন চালু: রেলপথ মন্ত্রী ভারতে আটকেপড়া ১৬৪ বাংলাদেশি দেশে ফিরছেন কুড়িগ্রামে কর্মহীন মানুষের মাঝে ত্রাণ বিতরণ কুড়িগ্রামে কর্মহীন শ্রমিকদের মাঝে খাদ্য সহায়তা কুড়িগ্রামে মাসব্যাপী প্রেসক্লাবের সবজি বিতরণ আমিরাতে আটকে পড়া ১৬০ বাংলাদেশি দেশে ফিরেছেন কুড়িগ্রামে নদ-নদীর পানি কমায় বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি উলিপুরে তথ্যে গরমিলের কারণে ৮ হাজার ৭৫৭ হতদরিদ্র পরিবার টাকা পায়নি কুড়িগ্রামে ধান ক্ষেত থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার ঠাকুরগাঁওয়ে বিএসএফের গুলিতে ২ বাংলাদেশী যুবক নিহত কুড়িগ্রামে কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার অনুমোদনে রাজারহাটে আনন্দ র্যালি কুড়িগ্রামে বাল্যবিয়ে বন্ধে যুব সমাবেশ অনুষ্ঠিত SHARES Matched Content জাতীয় বিষয়: ‘বিএসএফের গুলিতেকুড়িগ্রামেতরুণ নিহতবাংলাদেশি