‘শিশুদের দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে হবে’ দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৮:১২ অপরাহ্ণ, অক্টোবর ৩০, ২০২১ ‘শিশুদের দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে হবে’ স্টাফ রিপোর্টার : স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, পরমতসহিষ্ণুতা, সবার সঙ্গে মিলেমিশে শান্তিপূর্ণ সহাবস্থান ও দেশপ্রেমের মতো মৌলিক মূল্যবোধ শিশুদের চিন্তা ও মননে গেঁথে দিলে তারাই গড়ে তুলবে আগামীর আলোকিত মানবিক বিশ্ব। শনিবার (৩০ অক্টোবর) মহিলা ও শিশু-বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে ‘বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ ২০২১’-এর সমাপনী ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, তথ্য-প্রযুক্তির সব সুবিধা নিতে হলে শিশুদের ছোটবেলা থেকেই দক্ষ করে গড়ে তুলতে হবে। জাতিসংঘ ঘোষিত ‘শিশু অধিকার সনদ’ গৃহীত হওয়ার ১৭ বছর আগে বাহাত্তরের সংবিধানে বঙ্গবন্ধু শিশুদের কথা অন্তর্ভুক্ত করেছিলেন, যার ২৮ অনুচ্ছেদে পিছিয়ে পড়া শিশুদের এগিয়ে নেওয়ার জন্য বিশেষ ব্যবস্থা বা আইন প্রণয়নের বিষয়টি বিবৃত রয়েছে। মহিলা ও শিশু-বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরার সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন মন্ত্রণালয়ের সচিব মো. সায়েদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ শিশু একাডেমির চেয়ারম্যান লাকী ইনাম। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, মুজিববর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে এবারের ‘বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ ২০২১’ বিশেষভাবে গুরুত্ববহ। স্বাধীন বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা ও স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনাদর্শ নিজেদের জীবনে প্রতিফলন ঘটানোর জন্য তিনি কোমলমতি শিশুদের প্রতি আহ্বান জানান। স্পিকার আরও বলেন, ১৯৫২ সালের ভাষা আন্দোলন থেকে শুরু করে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের ইতিহাস সঠিকভাবে জেনে শিশুদের দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে হবে। অনুষ্ঠান শেষে ড. শিরীন শারমিন চৌধুরী কোমলমতি শিশুদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন। Share this:FacebookX Related posts: ‘শিশুদের সুন্দর ভবিষ্যৎ গড়তে সরকার কাজ করে যাচ্ছে’ ৭০ বারের মতো পেছালো সাগর-রুনির প্রতিবেদন একুশে পদক হস্তান্তর করলেন প্রধানমন্ত্রী অর্থনীতি এখন রাজনৈতিক সমস্যা : সিপিডি হলি ফ্যামিলি হাসপাতালে ২৫ শয্যা বিশিষ্ট আইসোলেশন ওয়ার্ডের উদ্বোধন অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের সংশোধিত তালিকায় বাদ ১০টি ত্যাগের মহিমায় সারা দেশে উদযাপিত হচ্ছে ঈদ বঙ্গভবনে ঈদের নামাজ পড়লেন রাষ্ট্রপতি করোনাভাইরাস মোকাবেলায় সচেতন হতে হবে : জাহিদ মালেক স্বপন করোনা আক্রান্ত ৫৬৯ জন ডায়ালাইসিস খরচ কমালো গণস্বাস্থ্য সৌদির ফ্লাইট রোববার থেকে শুরু SHARES Matched Content জাতীয় বিষয়: ‘শিশুদেরউদ্বুদ্ধ করতে হবে’দেশপ্রেমে