ডায়ালাইসিস খরচ কমালো গণস্বাস্থ্য দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ২:০১ অপরাহ্ণ, এপ্রিল ১৬, ২০২১ নিজস্ব প্রতিবেদক : বর্তমান চিকিৎসা সংকটে সাধারণ মানুষের অসুবিধার কথা বিবেচনা করে গণস্বাস্থ্য ডায়ালাইসিস সেন্টার তাদের হেমোডায়ালাইসিসের (কিডনি) খরচ কমিয়ে দিয়েছে। বাংলা নববর্ষ থেকে তারা ডায়ালাইসিসের চিকিৎসা ব্যয় কমিয়ে নতুন দর নির্ধারণ করেছে। গণস্বাস্থ্য ডায়ালাইসিস সেন্টার এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, সাধারণ মানুষের অসুবিধার কথা বিবেচনা করে গণস্বাস্থ্য ডায়ালাইসিস সেন্টারে রাতের বেলা চতুর্থ শিফট শুরু করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, দিনের বেলা সকাল ৭টা থেকে রাত ৯টা পর্যন্ত হেমোডায়ালাইসিসের জন্য সামাজিক শ্রেণিভেদে অতি দরিদ্রদের ৬০০ টাকা, দরিদ্র ৮০০, নিম্নমধ্যবিত্ত ১ হাজার ও মধ্যবিত্তদের ১ হাজার ৩০০ টাকা দিতে হবে। রাত ১০টার পর থেকে সকাল ৬টা পর্যন্ত প্রতিটি ডায়ালাইসিসের জন্য অতিদরিদ্রকে ৪০০ টাকা, দরিদ্র ৫০০, নিম্নমধ্যবিত্ত ৭০০ ও মধ্যবিত্তকে ১ হাজার ১০০ টাকা দিতে হবে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, ওয়ার্ডে ভর্তি থাকলে অতিদরিদ্র ও দরিদ্র রোগীদের সিটভাড়া দিতে হবে না। তবে অন্য শ্রেণির রোগীরা প্রতিদিন সিটভাড়া দেবেন ৩০০ থেকে ৬০০ টাকা। সেখানে অতিদরিদ্ররা ৫ হাজার টাকায়, দরিদ্ররা ১০ হাজার, নিম্নমধ্যবিত্ত ১৫ হাজার, মধ্যবিত্তরা ২০ হাজার টাকায় পরীক্ষা, ওষুধসহ আইসিইউ সুবিধা পাবেন। গণস্বাস্থ্য জানিয়েছে, ছয়টি ক্যাটাগরি বা সামাজিক শ্রেণি অনুসারে ডায়ালাইসিস ফি নির্ধারণ করা হয়েছে। সকাল ৭টা থেকে রাত ৯টা পর্যন্ত—এই তিন শিফটে অতি দরিদ্র ব্যক্তিদের জন্য ডায়ালাইসিসে প্রতি সেশনে ফি ৬০০ টাকা। সপ্তাহে তিনবার ডায়ালাইসিস করলে খরচ পড়বে ১ হাজার ৪০০ টাকা। চতুর্থ শিফটে (রাত ১০টা থেকে ভোর ৬টা) ফি পড়বে ৪০০ টাকা এবং সপ্তাহে তিনবার ডায়ালাইসিসে অতি দরিদ্র ব্যক্তিদের লাগবে ১ হাজার টাকা। দরিদ্র ব্যক্তিদের জন্য প্রথম তিন শিফটে প্রতি সেশনে ফি পড়বে ৮০০ টাকা। আর সপ্তাহে তিনবার ডায়ালাইসিসে খরচ পড়বে ১ হাজার ৮০০ টাকা। চতুর্থ শিফটে ফি পড়বে ৫০০ টাকা এবং সপ্তাহে তিনবার করালে লাগবে ১ হাজার ২০০ টাকা। এতে আরও বলা হয়, প্রথম তিন শিফটে নিম্নমধ্যবিত্ত ও মধ্যবিত্ত রোগীদের জন্য প্রতি সেশন ফি যথাক্রমে ১ হাজার ও ১ হাজার ৩০০ টাকা। নিম্নমধ্যবিত্ত ও মধ্যবিত্ত রোগীদের সপ্তাহে তিনবার ডায়ালাইসিসে খরচ পড়বে যথাক্রমে ২ হাজার ৫০০ ও ৩ হাজার ৫০০ টাকা। চতুর্থ শিফটে ফি পড়বে যথাক্রমে ৭০০ ও ১ হাজার ১০০ টাকা এবং প্রতি তিন সেশনে ১ হাজার ৮০০ ও ৩ হাজার টাকা। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, উচ্চমধ্যবিত্ত ও ধনী রোগীদের জন্য প্রথম তিন শিফটে প্রতি সেশন ফি যথাক্রমে ২ হাজার ও ২ হাজার ৫০০ টাকা। সপ্তাহে তিনবার ডায়ালাইসিসের খরচ পড়বে যথাক্রমে ৫ হাজার ও ৭ হাজার টাকা। উচ্চমধ্যবিত্ত ও ধনীদের জন্য চতুর্থ শিফটে ফি পড়বে যথাক্রমে ১ হাজার ৫০০ ও ২ হাজার টাকা এবং প্রতি তিন সেশনে ৪ হাজার ও ৫ হাজার টাকা। Share this:FacebookX Related posts: করোনা শনাক্তের কিট ২১ এপ্রিল সরকারের কাছে হস্তান্তর করবে গণস্বাস্থ্য রোববার থেকে করোনা পরীক্ষা করবে গণস্বাস্থ্য! থানা হবে অসহায়-নিপীড়িত মানুষের আস্থার প্রতীক : আইজিপি সারাদেশে ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানো হবে শনিবার এসএসসি ও সমমানের পরীক্ষায় বসেছে সাড়ে ২০ লাখ শিক্ষার্থী আইসিইউতে ভালো ফল পাওয়া যায়নি, ৯ রোগীর ৮ জনেরই মৃত্যু আরও ২ হাজার ডাক্তার নিয়োগ দেবে সরকার করোনা: একদিনে সুস্থ ৩ হাজারেরও বেশি মেডিকেল টেকনোলজিস্টদের অনশন অব্যাহত গণপরিবহনে ৬০ শতাংশ বাড়তি ভাড়া কার্যকর টিকা নিয়েও করোনায় আক্রান্ত স্বাস্থ্যের এডিজি নাসিমা সুলতানা ফের চালু হচ্ছে করোনা সংক্রান্ত বুলেটিন SHARES Matched Content জাতীয় বিষয়: খরচ কমালোগণস্বাস্থ্যডায়ালাইসিস