বঙ্গভবনে ঈদের নামাজ পড়লেন রাষ্ট্রপতি দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ২:২৯ অপরাহ্ণ, আগস্ট ১, ২০২০ স্টাফ রিপোর্টার : স্বাস্থ্যবিধি মেনে বঙ্গভবনে ঈদের নামাজ পড়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। করোনাভাইরাসের কারণে এবারও জাতীয় ঈদগাহ মাঠে ঈদের জামাত হয়নি। এ কারণে সকালে তিনি বঙ্গভবনের দরবার হলে সালাত আদায় করেন। এ সময় পরিবারের সদস্য এবং কয়েকজন কর্মকর্তাদের নিয়ে তিনি ঈদুল আজহার নামাজ পড়েন। সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত নামাজে ইমামতি করেন বঙ্গভবনের পেশ ইমাম মাওলানা সাইফুল কাবীল। রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন। করোনাভাইরাস ও বন্যায় ডুবে যাওয়া বিস্তীর্ণ জনপদের প্রতিকূলতা ঠেলেই উদযাপিত হয়েছে ঈদুল আজহা। এত প্রতিকূলতা সত্ত্বেও ঈদের আনন্দে নিজেদের রঙিন করার যেন অন্ত নেই কারও। সাধ্য অনুযায়ী কোরমা পোলাও, রেজালা, রোস্ট, খিচুড়ি ছাড়াও বিভিন্ন ধরনের নাস্তা, পিঠা-পুলির আয়োজন হয়েছে ঘরে ঘরে। প্রতিবছর হিজরি সনের ১০ জিলহজ মুসলমানদের জাতির পিতা হজরত ইব্রাহিমের (আ.) সুন্নত অনুসারে পশু কোরবানি দিচ্ছেন। এর আগে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ঈদের প্রথম জামাত শেষে মোনাজাতে আকুতি করেন জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম হাফেজ মুফতি মাওলানা মো. মিজানুর রহমান। Share this:FacebookX Related posts: আল্লামা আশরাফ আলী’র মৃত্যুতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শোক বহির্বিশ্বে বাংলাদেশ এখন রোল মডেল : রাষ্ট্রপতি গণমাধ্যমে শৃংখলা ও পেশাদারিত্ব নিশ্চিতের আহ্বান জানালেন রাষ্ট্রপতি ডিজিটাল বাংলাদেশ গড়তে দক্ষ ও বিশেষজ্ঞ প্রযুক্তিবিদ তৈরি করতে হবে : রাষ্ট্রপতি রোহিঙ্গা প্রত্যাবাসনে নেপালের সমর্থন চাইলেন রাষ্ট্রপতি ঈদে অসহায়রা যেন বঞ্চিত না হয়: রাষ্ট্রপতি শহীদ বুদ্ধিজীবীদের আদর্শ ও পথ অনুসরণ করতে হবে : রাষ্ট্রপতি স্বাধীনতার সুফল পেতে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে : রাষ্ট্রপতি মানসম্মত শিক্ষার সঙ্গে আপসের সুযোগ নেই : রাষ্ট্রপতি রাষ্ট্রপতি আবদুল হামিদের জন্মদিন আজ বাংলাদেশকে আধুনিক কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠায় সক্ষম হবো : রাষ্ট্রপতি মুজিববর্ষে ঢাকায় আসবেন মালদ্বীপের রাষ্ট্রপতি SHARES Matched Content জাতীয় বিষয়: ঈদের নামাজ পড়লেনবঙ্গভবনেরাষ্ট্রপতি