করোনাভাইরাস মোকাবেলায় সচেতন হতে হবে : জাহিদ মালেক স্বপন দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৭:৩১ অপরাহ্ণ, জানুয়ারি ১৬, ২০২১ সময় সংবাদ ডেস্কঃ স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী (স্বাস্থ্যমন্ত্রী) জাহিদ মালেক বলেছেন, ‘করোনাভাইরাস মোকাবেলায় মানুষকে আরো বেশি সচেতন হবে। করোনাভাইরাসের বিস্তার এখনো শেষ হয়নি। করোনা ভাইরাস এমনিতেই চলে যাবে নাা, এর জন্য স্বাস্থ্যবিধি সর্বোচ্চভাবে মেনে চলা জরুরি। বিশেষ করে করোনাভাইরাস মোকাবেলায় সকল মানুষের মাস্ক পরিধান ছাড়া কোনো ভালো উপায় নেই।’ শনিবার দুপুরে মানিকগঞ্জের সাটুরিয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত একাডেমিক ভবনের ছাদের শুভ উদ্বোধন ও শীতার্তদের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘কোভিড-১৯ নিয়ন্ত্রণে বাংলাদেশ বিশ্বে দুইশত দেশের মধ্যে ২০ নম্বর এবং দক্ষিণ এশিয়ায় এক নম্বরে আছে। যেখানে আমেরিকার মতো দেশে একদিনে করোনায় সাড়ে ৪ হাজার মানুষ মারা যায়। আর বাংলাদেশে এ পর্যন্ত ১১ মাসে ৮ হাজার মানুষ মারা গেছে। তবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বেই করোনা নিয়ন্ত্রণ সম্ভব হয়েছে। তিনি আরো বলেন, বিশ্বের অনেক দেশের অর্থনৈতিক অবস্থা মাইনাসে চলে গেছে। তবে আমাদের দেশের উন্নয়ন হচ্ছে। আমাদের অর্থনীতি এগিয়ে যাচ্ছে। বাংলাদেশ থেকে এখনও করোনা ভাইরাস চলে যায়নি। এখনও প্রতিদিন ২০-৩০ জন লোক মারা যাচ্ছে। আপনারা মাস্কসহ স্বাস্থ্যবিধি মেনে চলুন।’ তিনি আরো বলেন, ‘জানুয়ারী মাসের শেষের দিকেই আমরা করোনা ভাইরাসের ভ্যাকসিন পেয়ে যাব। এ ভ্যাকসিন আগে করোনা নিয়ন্ত্রেণ কাজ করা সম্মুখ যোদ্ধাদের দেওয়া হবে। পর্যায়ক্রমে দেশের সকল মানুষকে ভ্যাকসিনের আওতায় আনা হবে। ভ্যাকসিন প্রয়োগের কিছু ব্যবস্থা সম্পন্ন করা হয়েছে। কিছু ব্যবস্থা চলমান রয়েছে।’ সাটুরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, সাটুরিয়া উপজেলা চেয়ারম্যান এ্যাডভোকেট আব্দুল মজিদ ফটো, সাটুরিয়া ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন পিন্টু। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল আলম, মানিকগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ভাস্কর সাহা, সাটুরিয়া থানার ওসি মো. আশারফুল আলম, পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. হাবিবুর রহামান প্রমুখ। Share this:FacebookX Related posts: আইজিপি হচ্ছেন বেনজীর আহমেদ ছুটি বাড়ল ২৫ এপ্রিল পর্যন্ত বুড়িগঙ্গা সেতু ঝুঁকিপূর্ণ ঘোষণা ৩৮তম বিসিএসের ফল প্রকাশ: নিয়োগ পাচ্ছেন ২২০৪ জন ক্যাডার বাংলাদেশে আবিষ্কার করোনার টিকা ৬ মাসের মধ্যে বাজারে আনার আশা করোনায় ঢাকা বিভাগে বেশি প্রাণহানী আজ চন্দ্রগ্রহণ, জেনে নিন কখন যেখানে চিরনিদ্রায় শায়িত হলেন আল্লামা শফী করোনায় মৃত্যুর মিছিলে আরও ৩২ জন ‘উচ্ছেদ অভিযান দখলদারদের বিরুদ্ধে কোনো ব্যক্তির নয়’ নতুন বছরে ভেদাভেদ ভুলে জোরদার হোক ভ্রাতৃত্বের বন্ধন আয়েশা খানমের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক SHARES Matched Content জাতীয় বিষয়: করোনাভাইরাস মোকাবেলায় সচেতন হতে হবে :জাহিদমালেকস্বপন