সোনারগাঁওয়ে আরও ৩ জন করোনায় আক্রান্ত

প্রকাশিত: ২:২৭ অপরাহ্ণ, জুলাই ১৫, ২০২০

নিজস্ব প্রতিবেদক : নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে গত ২৪ ঘন্টায় আরও ৩ জনের দেহে করোনা ভাইরাস সনাক্ত হয়েছে। বুধবার সকালে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. পলাশ কুমার সাহা এ তথ্য জানান।

এ নিয়ে সোনারগাঁওয়ে ৪৬৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন। ২৪ ঘন্টায় ৭ জন, মোট সুস্থ ৩৯৪ জন। মৃত্যুবরণ করেছেন ১৬ জন। বর্তমানে করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছেন ৫০ জন। ২৪ ঘন্টায় নতুন সংগ্রহের তুলনায় আক্রান্তের সংখ্যা সাড়ে ১৭.৬৪ শতাংশ।

পলাশ কুমার সাহা জানান, বুধবার নতুন করে ১৭ জনের নমুনার রির্পোট পেয়েছি। তার মধ্যে দু’জন পুরুষ ও একজন নারীর দেহে করোনা সনাক্ত হয়েছে। ৩ জনের মধ্যে মোগরাপাড়া ইউনিয়নের কাবিরগঞ্জ এলাকার একজন নারী, পিরোজপুর ইউনিয়নের নয়াগাও গ্রামে একজন ও শম্ভুপুরা ইউনিয়নের দুর্গাপ্রসাদ এলাকায় রয়েছেন একজন।

তিনি আরও জানান, এ পর্যন্ত সোনারগাঁও থেকে ২ হাজার ৪১ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।