টাঙ্গাইল-৮ আসনের এমপি জোয়াহেরুল করোনায় আক্রান্ত দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ১২:৪৩ অপরাহ্ণ, জুলাই ১৭, ২০২০ অনলাইন ডেস্ক : টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জোয়াহেরুল ইসলামের করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ শনাক্ত হয়েছে। বৃহস্পতিবার রাতে নমুনার ফলে তার করোনা ‘পজিটিভ’ আসে। এই প্রথম জেলার কোনো সংসদ সদস্য করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হলেন। জোয়াহেরুলের করোনায় সংক্রমিত হওয়ার তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন টাঙ্গাইলের সিভিল সার্জন কার্যালয়ের করোনা নিয়ন্ত্রণ সেলের ফোকাল পারসন আজিজুর রহমান। আজিজুর রহমান গণমাধ্যমকে বলেন, গত মঙ্গলবার এমপির নমুনা সংগ্রহ করা হয়। পরদিন বুধবার সেই নমুনা ঢাকায় পাঠানো হয়। বৃহস্পতিবার রাতে আসা নমুনা পরীক্ষার ফলে তিনি পজিটিভ হিসেবে শনাক্ত হন। বর্তমানে তিনি ঢাকায় একটি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। সংসদ সদস্যের পরিবার সূত্রে জানা গেছে, গত কয়েক দিন আগে জোয়াহেরুল ইসলামের জ্বর ও কাশি ছিল। এ কারণে তিনি গত মঙ্গলবার নমুনা দিয়েছিলেন। Share this:FacebookX Related posts: মুন্সীগঞ্জ থানার ওসি করোনায় আক্রান্ত আশুলিয়া থানার ওসিসহ ৫ পুলিশ সদস্য করোনায় আক্রান্ত নাগরপুরে নতুন করে ডাক্তার সহ ৫ জন করোনায় আক্রান্ত শিবচরের ইউএনও করোনায় আক্রান্ত সস্ত্রীক করোনায় আক্রান্ত স্বাস্থ্য শিক্ষা বিভাগের সচিব সোনারগাঁওয়ে আরও ৩ জন করোনায় আক্রান্ত হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৯টি স্বর্ণের বারসহ আটক-১ টাঙ্গাইলে তিন স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ২ টাঙ্গাইলে ৩ স্কুলছাত্রীকে ধর্ষণের মামলায় দুজনের দায় স্বীকার মাদারীপুরে নতুন আরো ২৯ জনসহ আক্রান্ত ৭৩৮ সন্ধ্যার পর হাতিরঝিলে প্রবেশ নিষেধ জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ফরিদা সম্পাদক ইলিয়াস SHARES Matched Content ঢাকা বিভাগ বিষয়: আসনেরএমপি জোয়াহেরুলকরোনায় আক্রান্তটাঙ্গাইল-৮