ফরিদপুরে ইলিশ মাছের অভাব : ক্রেতাদের দাবি সিন্ডিকেট

প্রকাশিত: ১১:২৭ অপরাহ্ণ, অক্টোবর ২, ২০২১

এহসান রানা,ফরিদপুর : বাংলাদেশের মাছের রাজা ইলিশ এই সময়ে ইলিশ মাছের মৌসুমে থাকা সত্ত্বেও বাজারে ইলিশ মাছের হাহাকার । শুক্রবার ( ১ আগস্ট) সরেজমিনে ফরিদপুরের একাধিক বাজার ঘুরে দেখা যায়নি ইলিশ মাছ । কয়েকজন ইলিশ মাছ বিক্রেতার কাছে ছোট ছোট ( ৩০০/৫৫০ গ্রাম) কিছু ইলিশ মাছ দেখা যায় ।

বাজারের ইলিশ মাছ বিক্রেতারা জানান , এখন ইলিশ মাছের ভরা মৌসুম কিন্তু আমরা কোন বড় ধরনের ইলিশ মাছ পাচ্ছি না মাছের আড়তে গেলে পাওয়া যায় এই ছোট ছোট মাছ গুলি । তারা আরো জানায় , বড় ইলিশ মাছ গুলি কোথায় যায় আমাদের জানা নেই । আড়ত থেকে মহাজনেরা আমাদের যা দেয় আমরা তা এনেই বিক্রি করি । এই ছোট ছোট মাছগুলি ৬শত টাকা থেকে ৮শত টাকা কেজি দরে বিক্রি করে থাকি ।

বাজারে অনেকেই ইলিশ মাছ কিনতে এসে বড় মাছ না পেয়ে মনের কষ্ট নিয়ে বাড়ি ফিরে যান ।

আগামী ৪ঠা অক্টোবর থেকে ২০ দিনের জন্য ইলিশ মাছ ধরা , ক্রয়-বিক্রয় নিষিদ্ধ করেছে মৎস অধিদপ্তর ।

জনৈক হাসেম সাহেব জানান, বাজারে এসেছিলাম ইলিশ মাছ কিনতে কিন্তু পেলাম না । তিনি আরো জানান , কিভাবে কোথায় যেন আমাদের দেশের ইলিশ মাছের সিন্ডিকেট চলছে তাই আমরা ইলিশের মৌসুমে মাছ পাচ্ছিনা , বিষয়টি খুবই দুঃখজনক আমাদের এই বিষয়গুলি দেখার কেউ নেই ।