ফরিদপুরে গত ২৪ ঘন্টায় করোনায় মারা গেছে তিনজন, আক্রান্ত ৮৮ জন

প্রকাশিত: ৯:০৬ অপরাহ্ণ, জুন ১৪, ২০২১

ফরিদপুর প্রতিনিধি : গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত হয়ে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছে তিনজন। নতুন করে এ রোগে আক্রান্ত হয়েছে ৮৮ জন। জেলায় গত দুই সপ্তাহে ১৫ ব্যক্তির প্রাণ কেড়ে নিয়েছে।
আর এই সময়ে করোনা পজেটিভ হয়েছে ৬ শতাধিক মানুষ। তাদের দেওয়া তথ্য মতে জেলার করোনা পরীক্ষার দিকে থেকে শনাক্তের হার ২০.৮৯ এবং মৃত্যুর হার ১.৭৪, সুস্থতার হার ৯৪.০৮। ফরিদপুর জেলায় এই পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ১১ হাজারের মতো এবং সুস্থ হয়েছেন ১০ হাজার ৩৪৭ জন।

ফরিদপুরের সিভিল সার্জন সিদ্দিকুর রহমান জানান, ভারতীয় বেরিয়েন্ট আসার পর থেকেই ফরিদপুরে করোনায় আক্রান্তের সংখ্যা বাড়ছে। তিনি সামাজিক দুরত্ব ও মাক্স ব্যবহারের উপর গুরুত্ব আরোপ করেন।