গুইমারাতে বাল‍্যবিবাহ নিরোধ আইন বিষয়ে দুইদিন ব‍্যাপী প্রশিক্ষণ উদ্বোধন

প্রকাশিত: ৬:০৪ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৬, ২০২১
গুইমারাতে বাল‍্যবিবাহ নিরোধ আইন বিষয়ে দুইদিন ব‍্যাপী প্রশিক্ষণ উদ্বোধন

আব্দুর রহিম, খাগড়াছড়ি:-বাল‍্যবিবাহ নিরোধ আইন বিষয়ে কাজী,ইমাম,অভিভাবক ও সুশীল সমাজের প্রতিনিধি এরং নির্বাচিত জনপ্রতিনিধিদের দুইদিন ব‍্যাপী প্রশিক্ষণ গুইমারাতে উদ্বোধন করা হয়েছে।

উপজেলা পরিষদ ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়,গুইমারার আয়োজনে,উপজেলা পরিষদ (মহিলা ও শিশু উন্নয়ন কমিটির ) বাস্তবায়নে,উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প,স্হানীয় সরকার বিভাগ ও জাপান ইন্টারন‍্যাশনাল কো-অপারেশন এজেন্সী(জাইকা)সহায়তায় দুইদিন ব‍্যাপী প্রশিক্ষণ উদ্বোধন করেন, গুইমারা উপজেলা পরিষদ চেয়ারম্যান উশ‍্যেপ্রু মারমা।

শনিবার (২৫সেপ্টম্বর)সকাল ১১ঘটিকায় গুইমারা সরকারি মডেল উচ্চ বিদ‍্যালয়ের অডিটোরিয়ামে,গুইমারা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোছা: হাছিনা আক্তারের সঞ্চালনায় এবং উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান ঝর্ণা ত্রিপুরার সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অথিতির বক্তব্য রাখেন,গুইমারা থানার অফিসার্স ইনচার্জ মো: মিজানুর রহমান,মাটিরাঙ্গা উপজেলা স্বাস্হ‍্য কমপ্লেক্সের ডাক্তার খায়রুল আলম,
জাইকা প্রতিনিধি রুনী চাকমা,গুইমারা প্রেসক্লাবের সহ-সভাপতি মুহাম্মদ আব্দুল আলী।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অথিতি গুইমারা উপজেলা চেয়ারম্যান উশ‍্যেপ্রু মারমা বাল‍্যবিবাহের কুফল সম্পর্কে বিস্তারিত তুলে ধরে বলেন,বাল‍্যবিবাহ নিরুৎসাহিত করতে সমাজের সকলকে সচেতন ও দায়িত্বশীল হতে হবে এবং সহযোগিতা করতে হবে।

বিশেষ অথিতির বক্তব্যে গুইমারা থানার অফিসার্স ইনচার্জ মো:মিজানুর রহমান বাল‍্যবিবাহ সম্পর্কীয় আইনের বিস্তারিত তুলে ধরে বলেন,বাল‍্যবিবাহ আইন বাস্তবায়নের জন‍্য সর্বপ্রথম পরিবারকে সচেতন হতে হবে।

দুইদিন ব‍্যাপী প্রশিক্ষণে জনপ্রতিনিধি,শিক্ষক,হেডম‍্যান-কার্বারী,সাংবাদিক এবং সুশীল সমাজের প্রতিনিধিসহ প্রথমদিন ৮০জন,২য়দিনে ৮০জনসহ সর্বমোট ১৬০জন প্রশিক্ষণার্থী অংশ গ্রহণ করবেন বলে জানা যায়।