হালুয়াঘাট করোনার গণটিকা কার্যক্রমের উদ্বোধন দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ২:৫১ অপরাহ্ণ, আগস্ট ৭, ২০২১ এম.এ খালেক হালুয়াঘাটঃ করোনাভাইরাস প্রতিরোধে সারাদেশের ন্যায় ময়মনসিংহের হালুয়াঘাটে কোভিট-১৯ গণটিকা কার্যক্রম এর শুভ উদ্বোধন করেন ময়মনসিংহ-১ হালুয়াঘাট ও ধোবাউড়ার আসনের সংসদ জুয়েল আরেং। শনিবার (৭ আগস্ট) সকালে উপজেলার বিভিন্ন ইউনিয়নে উপজেলা প্রশাসন ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর বাস্তবায়নে গণটিকা কার্যক্রমের উদ্বোধনি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,উপজেলা পরিষদের চেয়ারম্যান মাহমুদুল হক সায়েম,উপজেলা নির্বাহী অফিসার মোঃ রেজাউল করিম,পৌরসভার মেয়র খায়রুল আলম ভূঞা,উপজেলা আওয়ামীলীগের(ভারপ্রাপ্ত) সাধারণ সম্পাদক আব্দুর রশিদ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প.প কর্মকর্তা ডা: মনির আহমেদ,থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিনুজ্জামান খান প্রমূখ। হালুয়াঘাট উপজেলার ১২ টি ইউনিয়ন ও একটি পৌরসভায় মোট ১৩ টি কেন্দ্রে সকাল নয়টা থেকে টিকা কার্যক্রম চালু রয়েছে। চলবে বিকাল ৫টা পর্যন্ত। এসময় সংসদ জুয়েল আরেং তিনি বলেন, টিকা নিলে মানুষ মারা যায় এমন বিভ্রান্তিতে বিশ্বাস না করে সবাইকে টিকা নেয়ার আহবান জানান। তিনি আরো বলেন, আমাদের দেশে যে হারে করোনা ভাইরাসে আক্রান্ত হচ্ছে টিকা না নিলে ভারতের চেয়ে ভয়াবহ অবস্থা ধারন করতে পারে। তাই টিকাই একমাত্র করোনা থেকে বাচাঁতে সহায়ক। ডা: মনির আহমেদ বলেন, কারো যদি শরীরে ২ দিনের বেশি জ্বর থাকে তাহলে অবশ্যই করোনা ভাইরাস আছে কি না পরীক্ষা করাবেন। কারণ ঘরে যদি পরিবারের একজনের করোনা হয়, তাহলে সেটা পরিবারের সবার মাঝে ছড়িয়ে পড়বে। তাই অবহেলা না করে করোনা ভাইরাসের পরীক্ষা করে চিকিৎসা নিয়ে নিজে এবং পরিবার ও দেশকে বাচাঁন। Share this:FacebookX Related posts: হালুয়াঘাটে ৪১ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদ্বোধন হালুয়াঘাটে ভিটামিন “এ’ ক্যাম্পেইন শুভ উদ্বোধন পঞ্চগড়ে গম সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন ধোবাউড়ায় জেলা পরিষদের অর্থায়নে পাকা রাস্তা উদ্বোধন আত্রাইয়ে করোনার টিকাদান কার্যক্রমের উদ্বোধন ভালুকায় কোভিট-১৯,টিকাদান কার্যক্রমের শুভ উদ্বোধন গৌরীপুর সহনাটি ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল মান্নান মাটি ও মানুষের নেতা গৌরীপুরে নাশকতার পরিকল্পনাকালে জামাতে ইসলামীর তিন নেতা গ্রেফতার মুজিববর্ষে গৌরীপুরে অসচ্ছল মুক্তিযোদ্ধাদের মাঝে বাড়ি বরাদ্দের কর্মসূচী শুরু গৌরীপুরে শিক্ষকদের মাসিক সমন্বয় সভা ও নব-যোগদানকৃত শিক্ষকদের সম্বর্ধনা হালুয়াঘাট থানা পুলিশের অভিযানে ১১ জুয়ারি আটক গৌরীপুরে পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু SHARES Matched Content দেশের খবর বিষয়: উদ্বোধনকার্যক্রমেরহালুয়াঘাট করোনার গণটিকা