হালুয়াঘাটে শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭২তম জন্মবার্ষিকী পালিত

প্রকাশিত: ৫:৩০ অপরাহ্ণ, আগস্ট ৫, ২০২১
হালুয়াঘাটে শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭২তম জন্মবার্ষিকী পালিত

জোটন চন্দ্র ঘোষ, হালুয়াঘাট : ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলায় বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠপুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭২তম জন্মবার্ষিকী পালিত হয়েছে।

বৃহস্পতিবার (৫ আগস্ট) সকালে শহীদ শেখ কামালের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণের মধ্য দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন ময়মনসিংহ-১ আসনের সংসদ সদস্য জুয়েল আরেং । পরে বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা/কর্মচারী,উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ তার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন।
Dainik somoy sangbad
শ্রদ্ধা নিবেদন শেষে উপজেলা পরিষদের আয়োজনে কনফারেন্স হল রুমে উপজেলা নির্বাহী অফিসার মো: রেজাউল করিমের সভাপতিত্বে শহীদ শেখ কামালের ৭২তম জন্মদিনের কেক কেটে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনায় সভায় প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন, স্থানীয় সংসদ সদস্য জুয়েল আরেং।

সভায় বিশেষ অতিথী ছিলেন, উপজেলা চেয়ারম্যান মাহামুদুল হক সায়েম, ভাইস চেয়ারম্যান শাখাওয়াত হোসেন ফকির, মহিলা ভাইস চেয়ারম্যান মিসেস ঝর্ণা ঘোষ, পৌরসভার মেয়র খায়রুল আলম ভূঞা, সহকারী কমিশনার ( ভূমি ) তৈৗহিদুর রহমান , উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি কবিরুল ইসলাম বেগ, সাধারণ সম্পাদক সাবেক অধ্যক্ষ আব্দুর রশিদ, হালুয়াঘাট সার্কেলের সহকারী পুলিশ সুপার মো: আমিনুল কবির তরফদার, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মো. আওলাদ হোসেন, বজলুর রহমান, আব্দুল ওয়াহাব, যুবলীগের আহব্বায়ক নাজিম উদ্দিন,অফিসার ইনর্চাজ শাহীনুজ্জামান খান প্রমূখ ।