পঞ্চগড়ে গম সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

প্রকাশিত: ৩:০৬ অপরাহ্ণ, এপ্রিল ১৮, ২০২০

এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড়ে ২০১৯-২০ অর্থ বছরের গম সংগ্রহ কার্যক্রম লটারীর মাধ্যমে নির্বাচিত প্রকৃত কৃষকের নিকট হতে গম সংগ্রহের কার্যক্রম পঞ্চগড়-০১ আসনের সংসদ সদস্য মজাহারুল হক প্রধান উদ্বোধন করেছেন।
পঞ্চগড় সদর উপজেলা প্রশাসনের আয়োজনে সদর উপজেলার বিএডিসি গোডাউন চত্বরে জেলা প্রশাসক সাবিনা ইয়াসমিনের সভাপতিত্বে গম সংগ্রহ কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থত ছিলেন পঞ্চগড়-০১ আসনের সংসদ সদস্য মজাহারুল হক প্রধান।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পঞ্চগড় জেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ার সাদাত সম্রাট, জেলা খাদ্য নিয়ন্ত্রণ মোহাম্মদ বাবুল হোসেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ আবু হানিফ, সদর উপজেলার চেয়ারম্যান আমিরুল ইসলাম, নির্বাহী কর্মকর্তা মোঃ গোলাম রব্বানী, সদর উপজেলার ভাইস চেয়ারম্যান কাজী আল তারিক, মহিলা ভাইস চেয়ারম্যান নিলুফার ইয়াসমিন প্রমুখ।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে জানাযায়, পঞ্চগড় জেলায় ৪ হাজার ৪৪ জন কৃষকের কাছ হতে প্রতি কেজি গম ২৮ টাকা দরে মোট ৪০৪৪ মেট্রিক টন গম ক্রয় করা হবে। একজন কৃষকের কাছ থেকে সর্বোচ্চ ১ টন গম ক্রয় করা হবে।

এবারের গমের মৌসুমে জেলায় মোট ৪০৪৪ মেঃ টন গম ক্রয় করা হবে। এর মধ্যে পঞ্চগড় সদর উপজেলায় ১০৯৪ মেঃ টন, বোদা উপজেলায় ৭৯৭ মেঃ টন, দেবীগঞ্জ উপজেলায় ৩৩০ মেঃ টন, আটোয়ারী উপজেলায় ৭২৯ মেঃ টন ও তেঁতুলিয়া উপজেলায় ১০৯৪ মেঃ টন।