হালুয়াঘাটে টিকা নিতে উদ্বুদ্ধ করতে স্কাউটস’র সচেতনতামূলক মাস্ক ক্যাম্পেইন

প্রকাশিত: ৫:৫৭ অপরাহ্ণ, আগস্ট ৪, ২০২১
হালুয়াঘাটে টিকা নিতে উদ্বুদ্ধ করতে স্কাউটস’র সচেতনতামূলক মাস্ক ক্যাম্পেইন

জোটন চন্দ্র ঘোষ ,হালুয়াঘাট : নিজে মাস্ক পড়–ন,অন্যকে মাস্ক পরতে উৎসাহিত করুন,সামাজিক দূরত্ব বজায় রাখতে ও করোনা ভাইরাসের টিকা নিতে সকলকে উদ্বুদ্ধ করতে স্কাউটস এর সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (০৪ আগস্ট) সকালে বাংলাদেশ স্কাউটস হালুয়াঘাট উপজেলা শাখার আয়োজনে পৌর শহরের বিভিন্ন স্থানে করোনা ভাইরাস প্রতিরোধে জনসচেতনতামূলক ক্যাম্পেইন,করোনা ভাইরাসের টিকা নিতে উদ্বুদ্ধ করা ও মাস্ক বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। উক্ত ক্যাম্পেইন ও মাস্ক বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মো.রেজাউল করিম।

এ সময় উপস্থিত ছিলেন,একাডেমিক সুপারভাইজার মো.সাইফুল ইসলাম,সহকারী শিক্ষা অফিসার রতন দাস,হালুয়াঘাট দক্ষিণ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. বোরহান উদ্দিন প্রমুখ।