চাঁপাইনবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১

প্রকাশিত: ৮:২৬ অপরাহ্ণ, জুলাই ২, ২০২১
চাঁপাইনবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১

ফয়সাল আজম অপু, চাঁপাইনবাবগঞ্জ থেকে ; চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে গ্যাস সিলিন্ডার বোঝাই করা একটি পিকআপে চাপা পড়ে মোঃ রাসেল (৩৫) নামে এক পথচারীর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১ জুলাই) রাতে উপজেলার ছত্রাজিতপুর বাজারে এই ঘটনা ঘটে। নিহত রাসেল ছত্রাজিতপুর মিয়া পাড়া গ্রামের তাইজুল ইসলামের ছেলে।

স্থানীয়রা জানায়, রাত ১০ টার দিকে গ্যাস সিলিন্ডার বোঝায় করা একটি পিকআপ সোনামসজিদ থেকে চাঁপাইনবাবগঞ্জ অভিমুখে যাবার সময় রাসেল সত্রাজিতপুর বাজারে রাস্তা পার হচ্ছিলো ।

এ সময় পিকআপটি রাসেল কে চাপা দিলে গুরুতর আহত অবস্থায় এলাকাবাসীর সহায়তায় দ্রুত রাসেল কে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যাওয়ার সময় পথিমধ্যে তার মৃত্যু হয়।

ঘটানাটির পর স্থানীয়রা পিকআপটি জব্দ করে পুলিশের হাতে তুলে দেন। তবে পিকআপটির চালক ও সহকারী পালিয়ে যান। মৃতদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। শিবগঞ্জ থানা অফিসার ইনচার্জ ফরিদ হোসেন বিষয়টি নিশ্চিত করেন।