টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে নবনিযুক্ত সেনাপ্রধানের শ্রদ্ধা দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ১১:০৫ অপরাহ্ণ, জুন ২৬, ২০২১ নিজস্ব প্রতিবেদক : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন সেনাবাহিনীর নবনিযুক্ত সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। শনিবার দুপুর ১টার দিকে টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধি সৌধ বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে গভীর শ্রদ্ধা জানান তিনি। পরে বঙ্গবন্ধুসহ ১৯৭৫ সালের ১৫ অগাষ্ট শাহাদাত বরণকারী পরিবারের শহীদ সদস্যদের রুহের মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত ও দোয়া অনুষ্ঠিত হয়। এ সময় যশোর সেনানিবাসের জিওসি মেজর জেনারেল নূরুল আনোয়ার, অ্যাডজুটেন্ট জেনারেল মেজর জেনারেল শাকিল আহমেদ, মিলিটারি সিকিউরিটি মেজর জেনারেল খালেদ আল মামুন, সামরিক উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল ফেরদৌস হাসান সেলিম, সামরিক গোয়েন্দা পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আ ফ ম আতিকুর রহমান, ব্রিগেড কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মনোয়ার হোসেন, ১০৫ ব্রিগেড কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হাফিজুর রহমান উপস্থিত ছিলেন। পরে তিনি বঙ্গবন্ধু ভবনে রক্ষিত মন্তব্য বইতে মন্তব্য লিখে স্বাক্ষর করেন। মন্তব্য বইতে সেনাপ্রধান লেখেন, স্বাধীনতার সূবর্ণজয়ন্তী এবং মুজিব শতবর্ষের মাহেন্দ্রক্ষণে সেনাবাহিনীর প্রধান হিসেবে ইতিহাসের মহানায়ক এবং সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী জাতির পিতার সমাধিতে শ্রদ্ধা জানাতে পেরে আমি নিজেকে অত্যন্ত সৌভাগ্যবান মনে করছি। সেই সঙ্গে আমি গভীর ভাবে শ্রদ্ধা জানাতে চাই আমাদের ৩০ লক্ষ শহীদদের। তিনি আরও লেখেন, জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা গড়ে তোলার জন্য প্রধানমন্ত্রীর দিক নির্দেশনার আলোকে সকলে মিলে কাজ করে প্রিয় বাংলাদেশকে আরও উন্নত ও সমৃদ্ধশালী হিসেবে গড়ে তুলবেন ইনশাল্লাহ। এর আগে দুপুর পৌণে ১টায় হেলিকপ্টারযোগে তিনি টুঙ্গিপাড়ায় পৌঁছান। Share this:FacebookX Related posts: টুঙ্গিপাড়ায় উৎসব মুখর পরিবেশে মনোনয়নপত্র দাখিল টুঙ্গিপাড়ায় নবনিযুক্ত প্রধান প্রকৌশলীর শ্রদ্ধা খেলার সময় হাতে নাতে ১১ জুয়াড়ি আটক বিকাশের ফাঁদে পা দিলেই সর্বনাশ দুই পুলিশ কনস্টেবলকে চড়, যুব মহিলা লীগ নেত্রী আটক করোনা আক্রান্ত নাগরপুরের এসিল্যান্ড ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার ১ ফরিদপুরের ভাঙ্গায় মোটরসাইকেল দূর্ঘটনায় দুই স্কুল শিক্ষার্থী নিহত ফরিদপুরে ই ফাইলিং ট্রাফিক ব্যবস্থা চালু মেয়ের লাশ নিয়ে থানায় হাজির মা: বান্ধবী আটক ঈদের রাতে স্ত্রীকে হত্যার ঘটনায় স্বামী গ্রেফতার ফরিদপুরের বিশিষ্ট ব্যবসায়ী ও শিক্ষক সাহাবুদ্দিন বকাউলের ইন্তেকাল SHARES Matched Content ঢাকা বিভাগ বিষয়: টুঙ্গিপাড়ায়নবনিযুক্ত সেনাপ্রধানের শ্রদ্ধাবঙ্গবন্ধুর সমাধিতে