নিজস্ব প্রতিবেদক : নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ঈদের রাতে স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় পলাতক থাকা স্বামীকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার রাতে উপজেলার সানারপাড় এলাকা থেকে নূরুল আলম সবুজ (৫০) কে গ্রেফতার করা হয়।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
গত শুক্রবার (১৪ মে) ঈদের রাতে সিদ্ধিরগঞ্জের সানারপাড় নিমাইকাশারী এলাকা থেকে নিহতের মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনার পর থেকে নিহতের স্বামী নূরুল আলম সবুজ পলাতক ছিলেন। ওই রাতেই নিহতের ছেলে মিলন বাদি হয়ে বাবার বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন।