চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে যুবকের মৃত্যু

প্রকাশিত: ৯:০৩ অপরাহ্ণ, জুন ১৪, ২০২১

ফয়সাল আজম অপু, চাঁপাইনবাবগঞ্জ থেকে : চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের রশিকনগর মোড়ে ট্রাক–মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে একজন যুবক নিহত হয়েছে।

সোমবার (১৪ জুন) সকাল সাড়ে ১০ টার দিকে চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের শিবগঞ্জ উপজেলার রশিকনগর মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তি রাসেল(৩৫) জেলার শিবগঞ্জ উপজেলার রানিহাটী ইউনিয়নিয়নের ঘোড়াপাখিয়া গ্রামের গোলাম রাব্বানীর ছেলে।স্থানীয়দের উদ্ধৃতি দিয়ে শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ হোসেন জানান, মোটর সাইকেল আরোহী রাসেল শিবগঞ্জ অভিমুখে যাবার সময় দ্রুতগতি স্বম্পন্ন একটি ট্রাকের সাথে সংঘর্ষ হলে ঘটনাস্থলেই মারা যান মোটরসাইকেল আরোহী। খবর পেয়ে শিবগঞ্জ থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে, বিষয়টি আইনি প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।