৯০ দিনের মধ্যে করোনার উৎস খুঁজে বের করতে নির্দেশ বাইডেনের দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ১০:৪৩ অপরাহ্ণ, মে ২৭, ২০২১ আন্তর্জাতিক ডেস্ক : করোনাভাইরাসের উৎস কোথায় – সেটি তদন্ত করে দেখার জন্য আমেরিকার গোয়েন্দা সংস্থাগুলোকে নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন। এক বিবৃতিতে মি. বাইডেন গোয়েন্দা সংস্থাগুলোকে তাদের চেষ্টা দ্বিগুণ করার জন্য বলছেন এবং বিষয়টি নিয়ে তার কাছে ৯০ দিনের মধ্যে রিপোর্ট জমা দিতে বলেছেন। ২০১৯ সালের শেষের দিকে চীনের শহর উহানে কোভিড-১৯ প্রথম শনাক্ত হয়েছিল। বিশ্বজুড়ে এখনো পর্যন্ত এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন প্রায় ১৭ কোটি মানুষ এবং মারা গেছেন অন্তত ৩৫ লাখ। এর আগে করোনাভাইরাসের উৎপত্তির জন্য চীনের একটি বাজারের কথা বলা হয়েছিল। বিজ্ঞানীরা বলছেন, এই ভাইরাস প্রাণী থেকে মানুষের দেহে সংক্রমিত হয়েছে। তবে চীন এর তীব্র প্রতিবাদ জানিয়ে পাল্টা বলেছে, আমেরিকার গবেষণাগার থেকে করোনাভাইরাস ছড়িয়েছে। হোয়াইট হাউজের দেয়া এক বিবৃতিতে মি. বাইডেন বলেছেন, দায়িত্ব গ্রহণের পর করোনাভাইরাসের উৎস সম্পর্কে একটি রিপোর্ট দিতে বলেছেন তিনি। কোন প্রাণীর কাছ থেকে এই ভাইরাস মানবদেহে এসেছে নাকি গবেষণাগারে দুর্ঘটনা থেকে এর উৎপত্তি হয়েছে – সেটি জানতে চান মি. বাইডেন। সে রিপোর্ট পাওয়ার পর প্রেসিডেন্ট বাইডেন আরো বিস্তারিত রিপোর্ট চেয়েছেন। ‘এখনো পর্যন্ত মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো দুটো সম্ভাব্য উৎসের কথা বলেছে। কিন্তু তারা এ বিষয়ে কোন চূড়ান্ত সিদ্ধান্তে উপনীত হওয়া যায়নি,’ বিবৃতিতে বলেছেন মি. বাইডেন। তিনি বলেন, এ বিষয়ে একটি পূণাঙ্গ, স্বচ্ছ এবং প্রমাণ-ভিত্তিক আন্তর্জাতিক তদন্ত করার জন্য চীন যাতে তাদের সব ধরণের ডেটা এবং তথ্য দিয়ে সহায়তা করে সেজন্য যুক্তরাষ্ট্র তাদের সমমনা দেশগুলোর সাথে একত্রিত হয়ে চীনের উপর চাপ প্রয়োগ করবে। সূত্র: বিবিসি বাংলা। Share this:FacebookX Related posts: ট্রাম্প-বাইডেনের হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস দায়িত্ব নেওয়ার আগেই বিশাল প্রণোদনা প্যাকেজ বাইডেনের বাইডেনের অভিষেকে গাইবেন লেডি গাগা, নাচবেন লোপেজ বাইডেনের শপথ ঘিরে যুক্তরাষ্ট্রে সতর্কতা জারি নজিরবিহীন নিরাপত্তায় বাইডেনের শপথ আজ মধ্যপ্রাচ্যের সংকট মোকাবিলায় বাইডেনের ভাবনা নিষেধাজ্ঞা প্রত্যাহারে খামেনিকে বাইডেনের ‘না’ টেক্সাসে দুর্যোগ পরিস্থিতি ঘোষণা বাইডেনের সৌদির বিষয়ে বাইডেনের ঘোষণা সোমবার চীনে করোনাভাইরাসের বিস্তার কমে আসছে, বুধবারে মাত্র একজন আক্রান্ত আন্তর্জাতিক ফ্লাইট চালু ১৬ জুন মিয়ানমার ইস্যুতে জরুরি বৈঠকে বসছে নিরাপত্তা পরিষদ SHARES Matched Content আন্তর্জাতিক বিষয়: ৯০ দিনের মধ্যেকরোনার উৎসখুঁজে বের করতেনির্দেশবাইডেনের