নিষেধাজ্ঞা প্রত্যাহারে খামেনিকে বাইডেনের ‘না’ দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৬:০৮ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৮, ২০২১ সময় সংবাদ ডেস্কঃইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা প্রত্যাহার করার সম্ভাবনা নাকচ করে দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি বলেছেন, যতক্ষণ ইরান পারমাণবিক চুক্তির শর্ত না মানবে, ততক্ষণ যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা প্রত্যাহার করবে না। বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়, মার্কিন টেলিভিশন সিবিএসকে দেওয়া এক সাক্ষাৎকারে জো বাইডেনকে জিজ্ঞেস করা হয়, ইরানকে আলোচনার টেবিলে ফেরাতে তিনি নিষেধাজ্ঞা প্রত্যাহার করবেন কি না। এর জবাবে পরিষ্কার ‘না’ বলে দেন বাইডেন। এর আগে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেছিলেন, তেহরানকে ২০১৫ সালের চুক্তিতে ফেরাতে হলে ওয়াশিংটনকে সব নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে। রোববার এক টুইট বার্তায় খামেনি এ কথা বলেন। খামেনির এ প্রস্তাবের পরিপ্রেক্ষিতে স্থানীয় সময় রোববার প্রচারিত ওই সাক্ষাৎকারে এ মন্তব্য করেন বাইডেন। এরপর সাংবাদিক প্রেসিডেন্ট বাইডেনকে প্রশ্ন করেন, তাহলে কি ইরানকে প্রথমে ইউরেনিয়ামসমৃদ্ধ করা বন্ধ করতে হবে? জবাবে হ্যাঁ–সূচক মাথা নাড়েন মার্কিন প্রেসিডেন্ট বাইডেন। ২০১৫ সালে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, রাশিয়া ও চীনের সঙ্গে পারমাণবিক চুক্তি করে ইরান। তবে ২০১৮ সালে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নেন। তারপর তিনি ইরানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেন। এরপর থেকে দফায় দফায় চুক্তির শর্ত ভেঙে যাচ্ছে ইরান। এএফপির প্রতিবেদনে বলা হয়, গত ৪ জানুয়ারি ইরান ঘোষণা দেয়, তারা ইউেরেনিয়াম সমৃদ্ধকরণ প্রক্রিয়া আরও ২০ শতাংশ বাড়িয়েছে। চুক্তির শর্ত অনুযায়ী যা ৩ দশমিক ৬৭ শতাংশ বেশি। Share this:FacebookX Related posts: দাঁত-গোসল করেন না স্বামী, ডিভোর্স চাইলেন স্ত্রী! ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করবে না কাতার করোনা শেষ হলেও স্কুলে ফেরা হবে না দুই কোটি নারী শিক্ষার্থীর: মালালা ট্রাম্প-বাইডেনের হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস ট্রাম্পের পরাজয় স্বীকার না করাটা বিব্রতকর: বাইডেন অ্যালার্জি থাকলে নেওয়া যাবে না করোনার ভ্যাকসিন মমতার দলে পদত্যাগের হিড়িক নেপথ্যে লোভ না কর্তৃত্ব দায়িত্ব নেওয়ার আগেই বিশাল প্রণোদনা প্যাকেজ বাইডেনের বাইডেনের অভিষেকে গাইবেন লেডি গাগা, নাচবেন লোপেজ বাইডেনের শপথ ঘিরে যুক্তরাষ্ট্রে সতর্কতা জারি নজিরবিহীন নিরাপত্তায় বাইডেনের শপথ আজ মধ্যপ্রাচ্যের সংকট মোকাবিলায় বাইডেনের ভাবনা SHARES Matched Content আন্তর্জাতিক বিষয়: খামেনিকেনানিষেধাজ্ঞা প্রত্যাহারেবাইডেনের