রাজধানীতে জাটকাসহ আটক ৭ জনকে জরিমানা

প্রকাশিত: ১১:০১ অপরাহ্ণ, এপ্রিল ২৭, ২০২১

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর পোস্তগোলায় জাটকাসহ আটক সাত জনকে জরিমানা করা হয়েছে।মঙ্গলবার বিকেলে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার আমিরুল হক এ তথ্য জানান।
এর আগে ভোর রাতে কোস্ট গার্ড স্টেশান পাগলা অভিযান চালিয়ে তিনটি পিকআপসহ আনুমানিক ১৫৫ মণ (৬২০০ কেজি) জাটকা জব্দ করে।

আমিরুল হক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পোস্তগোলা ব্রিজের নিকটবর্তী এলাকায় তিনটি পিকআপ থেকে আনুমানিক ছয় হাজার দুই’শ কেজি (১৫৫ মণ) জাটকাসহ সাত জনকে আটক করা হয়।

পরবর্তীতে আটককৃত ব্যক্তিদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সর্বমোট ২৩ হাজার টাকা জরিমানা করে ছেড়ে দেওয়া হয়। জব্দকৃত জাটকাসমূহ মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে স্থানীয় এতিমখানা ও চার হাজার গরীব, দুঃস্থ পরিবারের মাঝে বিতরণ করা হয়।