বলাৎকারে ব্যর্থ হয়ে ইট দিয়ে থেঁতলে শিশুকে হত্যা

প্রকাশিত: ৫:৩৩ অপরাহ্ণ, এপ্রিল ২৬, ২০২১

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর বিমানবন্দরে আহাদ (১০) নামের এক পথশিশুকে বলাৎকারের চেষ্টায় ব্যর্থ হয়ে ইট দিয়ে থেঁতলে হত্যার ঘটনায় মোহম্মদ আলী রুবেল (২৫) নামের এক বখাটে যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার বিমানবন্দর জোনের এডিসি অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার তাপস কুমার দাস এ তথ্য জানান।

তিনি বলেন, রোববার রাত সাড়ে ৮টার দিকে বিমানবন্দরের বলাকা ভবনের উল্টো পাশের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্যের পাশ থেকে ওই শিশুর মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে রাত ১২টার দিকে সুরতহাল রিপোর্ট শেষে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আহাদ বিমানবন্দর রেলষ্টেশন এলাকায় ভাসমান হিসেবে শাকিল (৩০) নামক একজন হকারের সঙ্গে ৪/৫ বছর ধরে কাজ করছিলো।

তিনি আরও বলেন, হত্যার ঘটনায় শাকিল বিমানবন্দর থানায় বাদি হয়ে দুপুরে অজ্ঞাত আসামির বিরুদ্ধে মামলা দায়ের করে। পরে ঘটনাস্থলের আশপাশের লোকজনের নিকট থেকে তথ্য নিয়ে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিকে ধরতে মাঠে নামে পুলিশ। পুলিশি তৎপরতায় হত্যার ২৪ ঘন্টার মধ্যেই হত্যার রহস্য উদঘাটনসহ আসামি মোহাম্মদ আলী রুবেল (২৫) কে বিমানবন্দর এলাকা থেকে গ্রেফতার করে পুলিশ।

বিমানবন্দর জোনের এডিসি বলেন, গ্রেফতারকৃত আলী রুবেলের স্বীকারোক্তি থেকে জানা যায়, গত শনিবার দিবাগত রাতে সে নেশায় আসক্ত হয়ে আহাদকে সঙ্গে নিয়ে ঘটনাস্থলের দিকে যায়। সেখানে একপর্যায়ে আহাদকে বলাৎকার করার চেষ্টা করলে আহাদ তাকে বাধা দেয়, এতে ক্ষিপ্ত হয়ে বড় একটি ইট দিয়ে আহাদের মাথায় একাধিকবার আঘাত করলে ঘটনাস্থলেই আহাদের মৃত্যু হয়। এরপর সেখানে লোহার পাতের নিচের গর্তে আহাদকে ফেলে লতা পাতা ও আর্বজনা দিয়ে লাশটিকে ঢেকে রেখে রুবেল পালিয়ে যায়।