ফের ৭ দিনের রিমান্ডে মামুনুল

প্রকাশিত: ৪:৩৬ অপরাহ্ণ, এপ্রিল ২৬, ২০২১

নিজস্ব প্রতিবেদক : হেফাজতে ইসলামের সাবেক যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হকের বিরুদ্ধে নাশকতার পৃথক দুই মামলায় ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
সোমবার (২৬ এপ্রিল) রিমান্ড শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাদবীর ইয়াসির আহসান চৌধুরীর আদালত এ আদেশ দেন।

আজ সাতদিনের রিমান্ড শেষে পরবর্তী জিজ্ঞাসাবাদের জন্য সকালেই তাকে আবারও আদালতে হাজির করে পুলিশ। রাজধানীর মতিঝিল ও পল্টন থানার নাশকতার দুই মামলায় মামুনুল হকের ২০ দিনের রিমান্ড চায় ডিবি পুলিশ। শুনানি শেষে ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরের ঘটনায় মতিঝিল থানায় করা মামলায় চারদিন ও সম্প্রতি মোদিবিরোধী আন্দোলনের সময়, ভাঙচুর, অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় পল্টন থানার করা মামলায় তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

এর আগে মোহাম্মপুর থানার তদন্ত কর্মকর্তা মামুনুলকে সাত দিনের রিমান্ড শেষে আদালতে হাজির করেন। একইসঙ্গে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কারাগারে আটক রাখার আবেদন করেন। এ মামলায় তাকে বিচারক কারাগারে পাঠানোর আদেশ দেন। মোহাম্মদপুর থানায় চুরি ও মারধরের মামলায় মামুনুল হকের গত ১৯ এপ্রিল সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

এর আগে রবিবার (১৮ এপ্রিল) মোহাম্মদপুরের জামিয়া রাহমানিয়া আরাবিয়া মাদ্রাসা থেকে তাকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।