রাজধানীতে আনসার আল ইসলামের সদস্য আটক

প্রকাশিত: ৩:৩১ অপরাহ্ণ, এপ্রিল ২৬, ২০২১

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর মোহাম্মদপুর থেকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের এক সদস্যকে আটক করেছে র‍্যাব।রোববার র‍্যাব-২ এর এএসপি (মিডিয়া) আবদুল্লাহ আল মামুন এ তথ্য জানান।
আটককৃত সাখাওয়াত হোসেন রবিন (২৩) নারায়ণগঞ্জের বাসিন্দা।

র‍্যাবের এই কর্মকর্তা বলেন, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-২ এর জঙ্গি প্রতিরোধ সেলের একটি দল শনিবার রাত সাড়ে ৯টার দিকে রাজধানীর মোহাম্মদপুর থানা এলাকায় অভিযান চালিয়ে সাখাওয়াত হোসেনকে আটক করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে জানায়, উগ্রবাদী বই ও প্রচারপত্রসহ নতুন সদস্য দলভুক্ত করা ও অন্যান্য সাংগঠনিক কাজের সঙ্গে সে যুক্ত ছিল। তার সঙ্গে থাকা উগ্র জঙ্গিবাদ বিষয়ক পুস্তিকা, ল্যাপটপ ও মোবাইল থেকে জঙ্গিবাদের সঙ্গে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে। সে নিয়মিত সংগঠনের জন্য চাঁদা প্রদান করত। এ বিষয়ে আটককৃতের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।