রাজধানীতে ৩ ভুয়া ডিবি পুলিশ আটক

প্রকাশিত: ১১:১৭ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৯, ২০২০

অনলাইন ডেস্ক ; রাজধানীর যাত্রাবাড়ী থেকে ৩ ভুয়া ডিবি পুলিশকে আটক করা হয়েছে। মঙ্গলবার দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ডিবির অতিরিক্ত কমিশনার এ কে এম হাফিজ আক্তার।

এর আগে সোমবার রাতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন, মো. বারেক, মো. আবুল কাশেম ও মো. স্বপন আকন্দ।

ডিবির অতিরিক্ত কমিশনার বলেন, ‘দীর্ঘদিন ধরে ঢাকা ও ঢাকার আশপাশের এলাকায় টাকা বহনকারী ব্যক্তিকে টার্গেট করে ডিবি পুলিশ পরিচয়ে ছিনতাই করে আসছিলো বারেক বাহিনীর সদস্যরা। আটকের সময় তাদের নিকট থেকে একটি পিস্তল, এক রাউন্ড পিস্তলের কার্তুজ, ডিবি লেখা জ্যাকেট ও একটি ওয়্যারলেস জব্দ করা হয়।’