রাজধানীতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

প্রকাশিত: ৩:৩৪ অপরাহ্ণ, আগস্ট ৩, ২০২০

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর খিলগাঁও ফ্লাইওভারের উপরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে অজ্ঞাত দুই যুবকের মৃত্যু হয়েছে। রোববার দিবাগত রাত ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

জানা যায়, রাতে খিলগাঁও ফ্লাইওভারের ওপরে নতুন ইউলুপে নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডের সঙ্গে ধাক্কা খেয়ে মোটরসাইকেলে থাকা দুজনই ছিটকে পড়ে যান। ফ্লাইওভারের উপরে থাকা পথচারীরা দুজনকেই উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুই জনকে মৃত ঘোষণা করেন।

ঢামেক পুলিশ বক্সের সহকারী ইনচার্জ এএসআই আব্দুল খান দুই যুবকের মৃত্যুর তথ্য নিশ্চিত করে জানান, হতাহতদের পরিচয় এখনও জানা যায়নি। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।